Advertisement
Advertisement

কলকাতা থেকে লন্ডন, বিশ্বকাপ উৎসবে বিরাট জ্বরে ভুগছেন ক্রিকেটপ্রেমীরা

জাতি-ধর্ম-বর্ণ ভুলে বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের প্রার্থনাই চলছে দেশজুড়ে।

ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। বিশ্বকাপ ট্রফি বানাতে ব্যস্ত কলকাতার শিল্পী।

বিশ্বকাপ উপলক্ষে কলকাতার ইকো পার্কে বসল বিরাট কোহলির এই মূর্তি।

কপিল ও ধোনির পর এবার ভারতকে ট্রফি এনে দেবেন কোহলি। এই আশাতেই টিম ইন্ডিয়ার জয়ের জন্য পূজোপাঠ করলেন বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা।

সব ভুলে আগামী দেড় মাস শুধুই ক্রিকেটে নিমোজ্জিত প্রাণ। ব্যাট-বল-উইকেটই ধ্যান-জ্ঞান ভারতীয় সমর্থকদের।

ইতিহাসে ঠাঁই অধিনায়কের। লর্ডসের মাদাম তুসোয় জায়গা করে নিল ক্যাপ্টেন কোহলির এই মূর্তিই।

বিশ্বকাপ শুরু হতেই বদলে যাচ্ছে ক্রিকেটভক্তদের হেয়ার স্টাইলও।