Advertisement
Advertisement
Jacqueline Fernandez

সপ্তাহান্তে পাকিস্তানি গায়কের সঙ্গে দুবাইতে জ্যাকলিন! ‘লঙ্কাসুন্দরী’র বোল্ড রূপে আগুন নেটপাড়ায়

জ্যাকলিনের ঘায়ে মুর্চ্ছা গেলেন পুরুষভক্তরা!

২০০ কোটির আর্তিক প্রতারণা মামলার অভিশাপ এখন জ্য়াকলিন ফার্নান্ডেজের জীবনে অতীত!

অভিযুক্ত সুকেশ চন্দ্র শেখরের বুকে নায়িকার জন্য ব্যথা থাকলেও পুরনো প্রেমিককে ভুলেছেন নায়িকা।

গতবছরটা কোর্ট-কাছারি করে কেটেছিল জ্যাকলিনের। তবে এখন সিনেমা, ফ্যাশন শুটে সময় কাটছে নায়িকার।

শনিবার দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

সেখানেই জনপ্রিয় পাকিস্তানি গায়ক তথা অভিনেতা আলি জাফরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

আর রবিবার বিকেল হতেই বোল্ড ফটোশুট শেয়ার করে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন 'লঙ্কাসুন্দরী'।

পরনে কালো ব্রালেটের সঙ্গে লং স্কার্ট। তার সঙ্গে ওভার সাইজড জ্যাকেট। যা কিনা নায়িকার দুষ্টু ফটোশুটে কাঁধ থেকে খুলে পরার জোগাড়!

গলায় পেল্লাই সাইজের পুথির স্টেটমেন্ট নেকপিস। বক্ষ বিভাজিকা স্পষ্ট!

রবিবাসরীয় ছুটির মেজাজে জ্যাকলিনের এমন বোল্ড ফটোশুট নজর কেড়েছে নেটপাড়ার। অনুরাগীরাও মজেছেন সুন্দরী নায়িকার ছবি দেখে।