Advertisement
Advertisement
Jagaddhatri Puja

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠেছে হুগলি, ছবিতে দেখুন নানা মণ্ডপের প্রতিমা

সাবেকি আর থিম - মিলেমিশে জমজমাট এই জেলার জগদ্ধাত্রী পুজো।

সাবেকি সাজে সেজেছে উত্তরাঞ্চলের সন্তান সংঘের জগদ্ধাত্রী প্রতিমা। সপ্তমীর সন্ধে থেকে প্রতিমা দর্শনের ভিড়।

আলোর খেলা অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজোয়। মণ্ডপে নানা মোটিফ। ঝলমলে আলোয় দর্শকদের টানছে এই ক্লাবের পুজো।

তেমাথা শিবমন্দির জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিমা পুরোপুরি সাবেকি। এই প্রতিমা 'রানিমা' বলে পরিচিত।

হেলাপুকুর ধরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে নজরকাড়া বাঁশের কাজ। প্রতিমার সাজ অবশ্য সাবেকি।

ডাকের সাজে সেজেছেন দৈবকপাড়া জগদ্ধাত্রী প্রতিমা। লাল বেনারসির উপর শ্বেতশুভ্র গয়নাগাঁটিতে চোখ টানছে প্রতিমার সাজ।

নতুনপাড়ার জগদ্ধাত্রী প্রতিমার চমক তার উচ্চতায়। সোনালি জরির সাজে জ্বলজ্বলে দেবীমূর্তি।

মানকুণ্ডু সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় থিমের ছোঁয়া। আলো-আঁধারির দারুণ খেলা মণ্ডপে। প্রতিমার সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের ভিতরেও সোনালি আভা।