Advertisement
Advertisement
Sanya Malhotra

সান কিসড! ভেজা শরীরে রোদের আদর মেখে ক্যামেরাবন্দি ‘জওয়ান’ গার্ল, চিনতে পারছেন?

সৈকত বেশ ভালবাসেন অভিনেত্রী। তা এই ছবিগুলি দেখলেই বোঝা যায়।

শরীর চুঁইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা জল। সেই অবস্থাতেই জল থেকে উঠে এলেন বলিউড সুন্দরী সানিয়া মালহোত্রা। ক্যামেরাবন্দি হল মুহূর্ত।

আমির খানের 'দঙ্গল' ছবিতে যে সানিয়া হয়েছিলেন ববিতা কুমারী, সেই সানিয়াই এখন শাহরুখের 'জওয়ান' গার্ল।

অ্যাটলি পরিচালিত ছবিতে সানিয়ার চরিত্রের নাম কী তা জানা যায়নি। তবে ছবির প্রিভিউতে অ্যাকশনের মেজাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।

সৈকত বেশ ভালবাসেন সানিয়া। তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল একটু ঘাটলেই বোঝা যায়।

'বাধাই হো', 'লুডো'র পাশাপাশি 'কাঁঠাল'-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন সানিয়া। পাশাপাশি কোরিওগ্রাফার হিসেবেও বলিউডে কাজ করেছেন।