Advertisement
Advertisement

Breaking News

Kiara Advani

‘খাসা লেগপিস!’, কিয়ারার নতুন ফটোশুটে কুপোকাত নেটিজেন, দেখেছেন আপনি?

Advertisement

অনুরাগীরা বলছেন, বিয়ের পরে নাকি আরও বেশি সুন্দরী হয়েছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থের প্রেমের ছোঁয়ায় কিয়ারার রূপ যেন আরও বেশি ছলকে পড়ছে। ফটো: ইনস্টাগ্রাম

সেই রূপেরই ছোট্ট প্রমাণ দিলেন অভিনেত্রী। নতুন ফটোশুটে যেন আগুন লাগালেন অনুরাগীদের মনে। ফটো: ইনস্টাগ্রাম

নতুন ফটোশুটে কিয়ারাকে দেখা গিয়েছে সাদা রঙের একটি পোশাকে। যেখানে উন্মুক্ত হয়েছে কিয়ারার লম্বা দুটি পা। সেই মাখন মাখা পায়েই নজর পড়েছে নেটিজেনদের। ফটো: ইনস্টাগ্রাম

কিয়ারার এই নতুন ফটোশুট দেখে একদিকে যেমন প্রশংসার ঝড়। অন্যদিকে নেটিজেনদের একাংশ নোংরা মন্তব্য়ও করেছে কিয়ারাকে। অনেকে ছবির নিচে লিখেছেন খাসা লেগপিস, আবার অনেকে মন্তব্য করেছেন পোশাকটা আরেকটু ছোট হলে ভাল হতো। ফটো: ইনস্টাগ্রাম

তবে এসব মন্তব্যের কোনও জবাব দিতে চাননি কিয়ারা। বরং নিজের এই ফ্যাশন শুট নিয়ে দিব্যি রয়েছেন তিনি। ফটো: ইনস্টাগ্রাম

এই মুহূর্তে কিয়ারা ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা'র প্রচারে। এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা। ফটো: ইনস্টাগ্রাম