Advertisement
Advertisement

Breaking News

Koushani Mukherjee

বিকিনি বেব কৌশানি! ‘আমার চয়েস…’, ছবি শেয়ার করেই কেন লিখলেন অভিনেত্রী?

একাধিক ছবি পোস্ট করেছেন তারকা।

রাস্ট বিকিনিতে সোশাল মিডিয়া মাতালেন টলি বিউটি কৌশানি মুখোপাধ্যায়। শেয়ার করলেন একাধিক ছবি।

কোথায় গিয়েছেন অভিনেত্রী? তা জানাননি কৌশানি। তবে জলের মধ্যে তিনি যেন জলকন্যা।

"আমার ভাল-মন্দ শুধুমাত্র আমার। আমার জীবন আমার চয়েস", এই কথা লিখেই পোস্ট করেছেন ছবি।

এদিকে অভিনেত্রীর এই ছবি দেখে তাজ্জব নেটপাড়া। অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'থালি গার্ল' ছিলেন কৌশানি। সেই দায়িত্ব পালন করেই বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।