পানিহাটির তরুণীর উপর অত্যাচারের ঘটনায় প্রকাশ্যে ‘ফুলটুসির কীর্তি’। অভিযুক্ত আরিয়ান খানের মা শ্বেতা খান রীতিমতো ভাইরাল।
প্রোডাকশন হাউসের মালিক শ্বেতা। নাম ইশারা এন্টারটেনমেন্ট। একই নামে তাঁদের ইউটিউব চ্যানেলও রয়েছে।
একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শ্বেতা নিজেই। কোনওটায় আবার অন্য তরুণীদের দিয়েও অভিনয় করানো হয়েছে।
অভিযোগ, প্রোডাকশন হাউসের আড়ালে রমরমিয়ে চলত পর্নোগ্রাফির কারবার। এমনকী, তরুণীদের কাজের টোপ দিয়ে মধুচক্রেও ব্যবহার করা হত।
শ্বেতা খানের সমস্ত দুষ্কর্মের সঙ্গী ছিল তার ছেলে আরিয়ান খান। যদিও পানিহাটির তরুণী পুলিশের দ্বারস্থ হওয়ার পরই গাঢাকা দিয়েছে তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িতে সেক্স র্যাকেটের পাশাপাশি অস্ত্রও মজুত করত মা-ছেলে। এই কাজে তাদের শাগরেদ ছিল শ্বেতার আরেক মেয়ে জোয়া।
এলাকায় দাপুটে হিসেবেই পরিচিত ছিল শ্বেতা। তাদের বিরুদ্ধে থানায় গেলেই পালটা প্রতিবেশীদের উপরই চড়াও হত মা-ছেলে। মামলায় ফাঁসানো হত। এমনই অভিযোগ প্রতিবেশীদের।
স্থানীয়দের দাবি, ছেলে আরিয়ান ও তার মা শ্বেতা খান একাধিক দুষ্কর্মের সঙ্গেও যুক্ত ছিল।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দিয়ে তরুণীদের এনে বার ডান্স, পর্নোগ্রাফি বানানোর কাজে ব্যবহার করত মা-ছেলে। এমনই দাবি।
যদিও শ্বেতা-আরিয়ানের এই কীর্তি নিয়ে পুলিশের মুখে কুলুপ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.