Advertisement
Advertisement
Malaika Arora

নীল জলে স্বল্পবসনা মালাইকা, ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা

ছবিগুলো না দেখলেই মিস!

অর্জুন কাপুরের সঙ্গে নাকি প্রেম ভেঙেছে মালাইকার। সে যাই হোক, বলিউডের 'ছঁইয়া ছঁইয়া' গার্ল ইদানীং বেশ মুক্ত মেজাজে রয়েছেন। তাই তো নীল জলের মাঝে হয়েছেন স্বল্পবসনা।

বয়সের ভার কোনওদিনই মালাইকার সৌন্দর্যকে প্রভাবিত করতে পারেনি। তাই তো পঞ্চাশ পেরিয়েও তিনি মোহময়ী। বলিউডের একান্ত আপন গ্ল্যামার গার্ল

১৯৯৮ সালে সলমনের খানের ভাই অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। ১৯ বছর সংসার করার পর তাঁরা বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন।

আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। মালাইকার থেকে বয়সে অনেকটাই ছোট অর্জুন। তা নিয়ে একসময় বিস্তর চর্চা হয়েছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বয়স নিয়ে চর্চার উৎসাহ হারান নেটিজেনরা। মালাইকা-অর্জুনও একে অন্যের সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি দিতে শুরু করেন।

কিন্তু সাম্প্রতিককালে যেন দুজন আলাদা পথ বেছে নিয়েছেন। অর্জুন আম্বানিদের পার্টিতে একাই গিয়েছিলেন। আবার মালাইকাও বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। ছবি: ইনস্টাগ্রাম।