Advertisement
Advertisement
Subhasish Bose

‘তুমি জীবনের সেরা উপহার’, ঠোঁটে ঠোঁট রেখে স্ত্রী কস্তুরীর জন্মদিনে আদুরে পোস্ট শুভাশিসের

স্ত্রীর উপস্থিতি যে তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কস্তুরীর জন্মদিনে সে কথা জানিয়ে দিলেন শুভাশিস।

মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। মাঠে উৎসাহ জোগাতে হাজির থাকেন তাঁর স্ত্রী কস্তুরী। আর তাঁর জন্মদিনে আদুরে পোস্টে উইশ করলেন স্ত্রীকে।

সোশাল মিডিয়ায় ছবি দিয়ে কস্তুরীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন শুভাশিস। স্ত্রীর উপস্থিতি যে তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সে কথা জানিয়ে দিলেন। তিনি লেখেন, "তুমিই আমার জীবনের সেরা উপহার।"

ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন যুগলে। সেই ছবি দিয়ে শুভাশিস লেখেন, 'তোমার সঙ্গে জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। যেভাবে আমার জীবন তুমি পূর্ণ করেছ, সেভাবেই তোমার দিনটাও ভরে উঠুক।'

নতুন মরশুমে সামনে নতুন লড়াই। প্র্যাকটিসে ভক্তদের থেকে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। তার মধ্যেই স্ত্রীর জন্মদিনে ভালোবাসা উজাড় করে দিলেন ভারতের জাতীয় দলের তারকা।

গতবারের আইএসএল লিগ-শিল্ড জয়ী অধিনায়ক শুভাশিস। রক্ষণে শুভাশিস বসুর দাপুটে উপস্থিতি ভয় ধরিয়ে দেয় বিপক্ষের আক্রমণকে। কিন্তু সোশাল মিডিয়ায় উপস্থিত থাকেন রোম্যান্টিক অবতারে। দুজনের প্রেমকাহিনি জনপ্রিয় ফুটবল ভক্তদের কাছে।

২০২১-এ কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে অসংখ্য ছবি রয়েছে। পাহাড়ের কোলে হোক বা সমুদ্রের ধারে, ঠোঁটে ঠোঁট রেখেছেন দুজনে। এবার তার সাক্ষী থাকল।

সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় শুভাশিসের স্ত্রী। ইনস্টাগ্রামে দেড় লক্ষের বেশি ফলোয়ার তাঁর। কস্তুরীর স্টাইল স্টেটমেন্ট মাত দিতে পারে বড় বড় মডেলকেও।