৪৯ বছর বয়সেও উষ্ণতা ছড়াচ্ছেন মালাইকা অরোরা। সুইমিং পুলে নায়িকার জলকেলি দেখে ঘুম ছুটল নেটপাড়ার।
স্বচ্ছ রুপোলি রঙের মনোকিনি। সুইমিং পুলের জলে কখনও লাফাতে আবার কখনও বা নাচতে দেখা গেল স্বল্পবসনা মালাইকাকে।
ডাব্বু রতনানির ফ্রেমে বন্দি হলেন বোল্ড মালাইকা অরোরা। যা দেখে নেটপাড়ায় তুমুল শোরগোল। অভিনেত্রীর গ্ল্যামারে বুঁদ অনুরাগীরা।
৫০ ছুঁইছুঁই হলেও এখনও পুরোদস্তুর ফিট অ্যান্ড বলিউডের মুন্নি। তাঁর ছিপছিপে গড়ন আজও পুরুষহৃদয়ে ঝড় তোলে।
পাপ্পারাজিদের লেন্স কিন্তু সবসময়েই মালাইকার দিকে। জিম, রেস্তরাঁ থেকে পার্টি.. মালাইকার বোল্ডনেসে বোল্ড আউট হননি, এমন মানুষ খুঁজে পাওয়া দায়।
বিগত ৫ বছর ধরেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন মালাইকা। মাঝেমধ্যেই প্রেমিক অভিনেতার সঙ্গে পার্টি করতে দেখা যায় অভিনেত্রীকে।
এর আগে এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, ৫০-এর দোরগোড়ায় এসেও বিয়ে করে সংসার পাততে কোনও অসুবিধে নেই তাঁরা।
মালাইকা-অর্জুনের অসমবয়সী প্রেম নিয়েও কম চর্চা হয়নি নেটপাড়ায়। ট্রোলডও হতে হয়েছে। তবে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকার। জীবনের নতুন ইনিংস চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মুন্নি।
এবার ডাব্বু রতনানির ফ্রেমে সুইমিং পুলে আগুন ধরালেন মালাইকা অরোরা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.