Advertisement
Advertisement
Mamata Banerjee

উপহার বিনিময়, রজনীকান্তের সঙ্গে কথা, গণেশনের পারিবারিক অনুষ্ঠানে চেন্নাইয়ে ভিন্ন মুডে মমতা

চেন্নাইয়ের রাস্তায় দাঁড়িয়ে 'ছেন্দা' বাজাতেও দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।

১১

বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১১

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ রাজ্যপালের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছয় বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ি।

১১

সুসজ্জিত গেটের বাইরে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাজনা 'ছেন্দা' বাজাচ্ছিলেন স্থানীয়রা। অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১১

কাঠি চেয়ে প্রায় দেড় মিনিট ধরে বাজনা বাজান তিনি।

১১

এরপর তাঁকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যান গণেশন।

১১

লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে শামিল হন মমতা।

১১

রাজ্যের অস্থায়ী রাজ্যপালের দাদার হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১১

পালটা মমতাকেও উপহার তুলে দেন অস্থায়ী রাজ্যপালের পরিবারের সদস্যরা।

১১

অস্থায়ী রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে চাঁদের হাট। শামিল হন দক্ষিণী অভিনেতা রজনীকান্তও।

১০ ১১

রজনীকান্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১১ ১১

লা গণেশনের পারিবারিক অনুষ্ঠান শেষে কলকাতার উদ্দেশে রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী।