Advertisement
Advertisement
Mamata Banerjee

বার্সেলোনায় শিল্পপতি ও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনায় মুখ্যমন্ত্রী

মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

বার্সেলোনা সফরের দ্বিতীয় দিনে শিল্পপতিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘরোয়া এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংবাদিকরাও।

মূলত বাংলায় লগ্নি টানতেই বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে বার্সেলোনার উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা।

পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আমন্ত্রণ জানালেন বাংলায় আসার জন্য। তুলে ধরলেন বাংলার প্রকল্পের কথা।