Advertisement
Advertisement
Khel Ratna Award

খেলরত্ন পেলেন মনু-গুকেশরা, রাষ্ট্রপতি ভবনে বিশেষ পুরস্কার বাংলার সায়নীকেও

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার পান অলিম্পিকে পদকজয়ী সরবজ্যোৎ, আমনরা।

১০

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির মনু ভাকেরের নামের পাশে। শুটিংয়ে ব্যক্তিগত ও সরবজ্যোতের সঙ্গে জুটিতে পদক জেতেন। প্রথমে তাঁর নাম খেলরত্নের জন্য না রাখা হলেও পরে পরিস্থিতি বদলায়।

১০

কনিষ্ঠতম হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। এর আগে দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের হয়েও সোনা জিতেছিলেন গুকেশ। খেলরত্ন পেলেন তিনিও।

১০

অর্জুন পুরস্কার পেলেন সরবজ্যোত সিং। অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি।

১০

অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। দেশের হয়ে ২০০টির বেশি গোল রয়েছে। পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। খেলরত্ন সম্মানে ভূষিত হলেন তিনি।

১০

ভারত সরকারের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন বাংলার সাঁতারু। ইংলিশ চ্যানেল-সহ একাধিক চ্যানেল জয় করেছেন তিনি। সম্মান পেয়ে সায়নী বলছেন, "বিগত ১৯ বছরের পরিশ্রমের স্বীকৃতি পেলাম। আজ পর্যন্ত যে কটা চ্যানেল আমি জয় করেছি, সবকটাতেই দেশের প্রতিনিধিত্ব করেছি। এখানে ব্যক্তির থেকে দেশ অনেক বড়।"

১০

অলিম্পিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন আমন। ২০২৪-র অর্জুন পুরস্কার পেলেন তিনি।

১০

প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জেতেন স্বপ্নিল কুশালে। অর্জুন পুরস্কার পেলেন তিনি।

১০

প‌্যারালিম্পিকে পুরুষদের জ‌্যাভলিনে এফ-৪১ ক‌্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ্যাভলিনে ছুড়ে রুপো পেয়েছিলেন ভারতের নবদীপ সিং। অর্জুন পুরস্কার পেলেন জ্যাভলিন থ্রোয়ার।

১০

দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো। গোয়ার ক্লাব ডেম্পো, চার্চিল ব্রাদার্স ছাড়াও ইস্টবেঙ্গলের দায়িত্বেও ছিলেন তিনি।

১০ ১০

অর্জুন পুরস্কার পেলেন সিমরান শর্মা। প্যারালিম্পিকে মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।