কালো রং বরাবরই মিমি চক্রবর্তীর প্রিয়। এর আগেও একাধিকবার কালো পোশাকে মুগ্ধ করেছেন অভিনেত্রী।
এবারও ভি কাট স্কার্ট এবং স্লিভলেস ব্লাউজে ম্যাজিক দেখালেন মিমি। তাঁর পোশাকের সঙ্গে থাকা ওড়না যেন লুকে আরও অতিরিক্ত মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার কালো পোশাকে স্পেশাল ফটোশুটের একগুচ্ছ ছবি দিয়েছেন মিমি চক্রবর্তী। সেখানেই দেখা গেল রকমারি পোজে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
মিমি চক্রবর্তী যেন কোনও রূপকথার পরী হয়ে উঠেছেন এই ফটোশুটে।
কখনও প্রিয় পোষ্যর সঙ্গে লেন্সবন্দি হয়েছে তাঁর খুনসুঁটি, আবার কখনও বা যৌবনের মায়াজালে অনুরাগীদের জড়িয়েছেন তিনি ।
জলপাইগুড়ির মেয়ে মিমি। পড়াশোনা করবেন বলেই কলকাতায় এসেছিলেন। কিন্তু চোখে তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। পড়ার ফাঁকেই নাকি দিতেন অডিশন।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় 'গানের ওপারে' অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন।
২০১২ সালে 'বাপি বাড়ি যা' সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান'-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মিমিকে। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.