Advertisement
Advertisement

Breaking News

Bar Pujo

জোড়া ট্রফিতে নববর্ষ উদযাপন মোহনবাগানে, বারপুজোয় উৎসবের আমেজ ইস্টবেঙ্গল-ভবানীপুরে

পয়লা বৈশাখের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে থাকে ফুটবল আর বর্ষশুরুর বারপুজো। সেই উৎসবে মাতল ময়দান।

১১

চিরাচরিত ময়দানি রেওয়াজে বারপুজো সেরেই বাংলা বছরের পথচলা শুরু হল মোহনবাগানে। উৎসবের মেজাজ দ্বিগুণ হয়েছে ক্লাব তাঁবুতে আইএসএল কাপ ও লিগ শিল্ডের উপস্থিতিতে।

১১

সবুজ-মেরুনের বারপুজোয় উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলার। আবার তরুণ তুর্কি দীপেন্দু বিশ্বাসও ছিলেন মোহনবাগানের নববর্ষের অনুষ্ঠানে। ছবি: সায়ন্তন ঘোষ।

১১

মোহনবাগানের মাঠে সাক্ষাৎ সৃঞ্জয় বোস ও ক্লাব সচিব দেবাশিস দত্তের। ছবি: সায়ন্তন ঘোষ।

১১

মোহনবাগানের বারপুজোর উৎসবে উপস্থিত ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ। ছবি: সায়ন্তন ঘোষ।

১১

বারপুজো দিয়ে কলকাতা ময়দানে নতুন বছরের পথচলা শুরু হয়। মোহনবাগান তাঁবুতে বারপুজোর অনুষ্ঠানে সৃঞ্জয় বোস। ছবি: সায়ন্তন ঘোষ।

১১

দুই প্রজন্ম। এক ফ্রেমে কিংবদন্তি ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য ও মোহনবাগানের বর্তমান ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস।

১১

ইস্টবেঙ্গল ক্লাবেও মহাসমারোহে পালিত হল বারপুজো। এই মরশুম ভালো কাটেনি লাল-হলুদের। তবে উৎসবের আবহে কোনও ঘাটতি ছিল না। ছবি: কৌশিক দত্ত।

১১

ইস্টবেঙ্গলের বারপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজো, ফুটবলার চুংনুঙ্গা ও নাওরেম মহেশ সিং। যাঁকে আগামী মরশুমের অধিনায়ক ধরা হচ্ছে। ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ছবি: কৌশিক দত্ত।

১১

বারপুজোর পরই অনুশীলনে নেমে পড়েন সল ক্রেসপো। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গল ওড়িশা যাচ্ছে তার আগের দিন। ছবি: কৌশিক দত্ত।

১০ ১১

ভবানীপুর ক্লাবের বারপুজোয় এদিন চাঁদের হাট। ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্লাবের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস, কুণাল ঘোষ, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এবং সঞ্জয় সেন। ছবি: অমিত মৌলিক

১১ ১১

ভবানীপুর ক্লাবের বারপুজোয় রাজকীয় মেজাজে মহারাজ। আরিয়ান ক্লাবের বারপুজোয় সৌরভ একাধিক বিষয়ে মন্তব্য করেন। মোহনবাগানের সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক। প্রশংসা করেন মহেন্দ্র সিং ধোনির ইনিংসের। ছবি: অমিত মৌলিক।