চিরাচরিত ময়দানি রেওয়াজে বারপুজো সেরেই বাংলা বছরের পথচলা শুরু হল মোহনবাগানে। উৎসবের মেজাজ দ্বিগুণ হয়েছে ক্লাব তাঁবুতে আইএসএল কাপ ও লিগ শিল্ডের উপস্থিতিতে।
সবুজ-মেরুনের বারপুজোয় উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলার। আবার তরুণ তুর্কি দীপেন্দু বিশ্বাসও ছিলেন মোহনবাগানের নববর্ষের অনুষ্ঠানে। ছবি: সায়ন্তন ঘোষ।
মোহনবাগানের মাঠে সাক্ষাৎ সৃঞ্জয় বোস ও ক্লাব সচিব দেবাশিস দত্তের। ছবি: সায়ন্তন ঘোষ।
মোহনবাগানের বারপুজোর উৎসবে উপস্থিত ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ। ছবি: সায়ন্তন ঘোষ।
বারপুজো দিয়ে কলকাতা ময়দানে নতুন বছরের পথচলা শুরু হয়। মোহনবাগান তাঁবুতে বারপুজোর অনুষ্ঠানে সৃঞ্জয় বোস। ছবি: সায়ন্তন ঘোষ।
দুই প্রজন্ম। এক ফ্রেমে কিংবদন্তি ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য ও মোহনবাগানের বর্তমান ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস।
ইস্টবেঙ্গল ক্লাবেও মহাসমারোহে পালিত হল বারপুজো। এই মরশুম ভালো কাটেনি লাল-হলুদের। তবে উৎসবের আবহে কোনও ঘাটতি ছিল না। ছবি: কৌশিক দত্ত।
ইস্টবেঙ্গলের বারপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজো, ফুটবলার চুংনুঙ্গা ও নাওরেম মহেশ সিং। যাঁকে আগামী মরশুমের অধিনায়ক ধরা হচ্ছে। ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ছবি: কৌশিক দত্ত।
বারপুজোর পরই অনুশীলনে নেমে পড়েন সল ক্রেসপো। ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গল ওড়িশা যাচ্ছে তার আগের দিন। ছবি: কৌশিক দত্ত।
ভবানীপুর ক্লাবের বারপুজোয় এদিন চাঁদের হাট। ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্লাবের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস, কুণাল ঘোষ, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এবং সঞ্জয় সেন। ছবি: অমিত মৌলিক
ভবানীপুর ক্লাবের বারপুজোয় রাজকীয় মেজাজে মহারাজ। আরিয়ান ক্লাবের বারপুজোয় সৌরভ একাধিক বিষয়ে মন্তব্য করেন। মোহনবাগানের সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক। প্রশংসা করেন মহেন্দ্র সিং ধোনির ইনিংসের। ছবি: অমিত মৌলিক।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.