Advertisement
Advertisement
Holi Festival

শুভাশিসকে ভালোবাসার গুলাল কস্তুরীর, কীভাবে হোলি সেলিব্রেট রিঙ্কু-পন্থদের?

পিচকারি হাতে যুবরাজকে চমকে দিলেন শচীন তেণ্ডুলকর।

রঙের উৎসবে মাতোয়ারা মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। স্ত্রী কস্তুরী ছেত্রীর সঙ্গে ছবি দিলেন তিনি। লিগ শিল্ড জয়ের পর এবার মোহনবাগানের নজর আইএসএল কাপে।

রঙের ছোঁয়া কলকাতা নাইট রাইডার্সেও। শহরের একটি পাঁচ তারা হোটেলে সতীর্থদের সঙ্গে উৎসবে মাতলেন রিঙ্কু সিং, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়াররা। ছবি: সোশাল মিডিয়া।

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে আরসিবি-র মুখোমুখি কেকেআর। প্রস্তুতিও শুরু করে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাইটরা। তার আগে রঙিন হয়ে উঠল বেগুনি বাহিনী।

২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের সঙ্গে রং খেললেন ভারতীয় উইকেট কিপারও।

হোলির আমেজ থেকে বাদ যায়নি গুজরাট টাইটান্স। সোশাল মিডিয়ায় রং খেলার ভিডিও পোস্ট করে তারা। সেখানে কোচ আশিস নেহরা ও সাই কিশোরকে রং মাখালেন অন্যরা।

শনিবার মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল। সেখানে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালের আগে রং খেললেন দিল্লির ক্রিকেটাররা।

ইন্ডিয়ান মাস্টার্স লিগে সেমিফাইনালে জয়ের পর 'পার্টি মোডে' প্রাক্তন ভারতীয়রা। পিচকারি হাতে যুবরাজকে চমকে দিলেন শচীন তেণ্ডুলকর। হোলির রঙে রঙিন অম্বতি রায়ডু, ইউসুফ পাঠানরা।

দোল উপলক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ভক্তদের জন্য বিশ্বকাপের সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। শুভেচ্ছাও জানিয়েছে তারা।