Advertisement
Advertisement
Sreeleela

বউমা হিসেবে শ্রীলীলাকেই পছন্দ কার্তিকের মায়ের, বোল্ড নায়িকাকে দেখলে ঘুম ছুটবে!

রূপের আগুনে কার্তিককে মজিয়েছেন, তাঁর মাকে কি করে 'বশ' করলেন শ্রীলীলা?

বর্তমানে বলিউডে দুরন্ত খবর! কার্তিক আরিয়ান তাঁর নতুন নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। পরিস্থিতি নাকি এমন পর্যায়ে গড়িয়েছে, বাড়ির সদস্যদের সঙ্গেও আলাপ করিয়ে দিয়েছেন।

সেই সুবাদেই শ্রীলীলা বর্তমানে চর্চার শিরোনামে। কার্তিকের সঙ্গে তাঁর আলাপ বড়জোর এক মাসের। আর এর মধ্যেই অভিনেতার মন হরণ করেছেন রূপের আগুনে।

সপ্তাহ খানেক ধরেই কার্তিক-শ্রীলীলার প্রেমের খবরে শোরগোল। এবার শোনা গেল, কার্তিক আরিয়ানের মা নাকি এই প্রেমে প্রকাশ্যে সিলমোহর দিয়েছেন।

সম্প্রতি বোন চিকিৎসক হওয়ায় বাড়িতে উদযাপনের আয়োজন করেছিলেন কার্তিক। সেখানেই শ্রীলীলা হিট আইটেম গান 'কিসিক'-এর তালে নেচে মাতিয়ে দেন পার্টি।

কার্তিক আরিয়ান এবং শ্রীলীলাকে শীঘ্রই অনুরাগ বসুর পরিচালনায় একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে।

তার প্রাক্কালেই অভিনেত্রীর ছবিতে ছয়লাপ সোশাল মিডিয়া। তাঁর বোল্ড অবতার দেখলে ঘুম ছুটতে বাধ্য! (ছবি- ইনস্টাগ্রাম)