বিয়ের পিঁড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনেইন্ডাস্ট্রিতে নতুন নয়! এর আগে একাধিক সেলেবরা সাতপাক ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই তালিকাতেই সম্ভবত নবতম সংযোজন তামান্না ভাটিয়া।
বিজয় ভার্মার সঙ্গে তাঁর প্রেম ভাঙার গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। চলতি বছরেই ছাঁদনাতলায় বসার কথা ছিল তারকাজুটির। কিন্তু তার আগেই সম্পর্কে যতিচিহ্ন!
প্রেম ভাঙার নেপথ্যে কারণ কী? কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তামান্না চেয়েছিলেন সাত তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি গররাজি ছিলেন বিজয় ভার্মা।
শোনা যায়, হবু কনে নাকি এতটাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। চটজলদি প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারি হতে চেয়েছিলেন অভিনেত্রী। তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত।
তবে প্রেম ভাঙলেও তামান্নার অদম্য মনের জোর। মহাকুম্ভে গিয়ে সিনেমার প্রচার করার পাশাপাশি নিত্যদিন ফ্যাশন ফটোশুটেও ঝড় তুলছেন নায়িকা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি বিজয়-তামান্না বিচ্ছেদ ঘটেছে। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এখন থেকে নাকি তাঁরা শুধুই ভালো 'বন্ধু'। এদিকে 'সিঙ্গল' তামান্নার ছবি দেখে ঘাম ঝড়ছে নেটপাড়ার। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.