মেরুন রঙের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিলেন করিনা। শাড়িটি কমপক্ষে ১৭ বছরের পুরনো। ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির হাতের ছোঁয়ায় তৈরি শাড়ি মন কেড়েছে সকলের। সঙ্গে পরেন সোনার গয়না। মাথায় সাধারণ খোঁপা।
করিনার 'প্রাক্তন' প্রেমিক শাহিদ কাপুরও সকলের নজর কাড়েন। নীল রঙের ব্লেজার পরে দেখা গিয়েছে তাঁকে।
সাদা অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছে কৃতী শ্যাননকে। 'দো পাত্তি' ছবির জন্য সেরা মুখ্য চরিত্রের পুরস্কার জিতে নিয়েছেন অভিনেত্রী।
বরাবরই সাজপোশাক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। IIFA-এর মঞ্চে কালো পোশাকে ধরা দিয়েছেন। করিনা নাকি তাঁকে দেখে জড়িয়ে ধরেন। উরফি বলছেন, "এটাই পরমপ্রাপ্তি।"
'সেক্টর ৩৬' ছবির জন্য সেরা মুখ্য চরিত্রের পুরস্কার জিতেছেন বিক্রম মাসে। কালো গলাবন্ধ স্যুটে দেখা গিয়েছে অভিনেতাকে।
IIFA-এর মাতিয়েছেন করণ জোহর। অত্যধিক ওজন কমার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতেও চলে এসেছেন তিনি। অসুস্থতা নয়, শুধুমাত্র শরীরচর্চা এবং সুষ্ঠু খাদ্যাভ্যাসের মাধ্যমে কীভাবে ছিপছিপে চেহারা পেলেন, সেই গোপন কথাও শেয়ার করেছেন করণ।
লাল ব্লেজারে ধরা দিয়েছেন 'আশ্রম' সিরিজে বাবা নিরালা ববি দেওল।
স্ট্র্যাপলেস গাউনে দেখা গিয়েছে নুসরত বারুচাকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.