Advertisement
Advertisement

বাঁধভাঙা উচ্ছ্বাসে লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন মোহনবাগানের, আনন্দে মাতলেন শুভাশিস-স্টুয়ার্টরা

দেখে নিন লিগ শিল্ড জয়ের সেলিব্রেশনের মুহূর্ত।

১১

একাধিক রেকর্ড গড়ে টানা দুবার লিগ শিল্ড জিতল মোহনবাগান। প্রথম ক্লাব হিসাবে আইএসএলে ৫৬ পয়েন্ট সবুজ-মেরুনের। ছবি: অমিত মৌলিক।

১১

ভারতের প্রথম ক্লাব হিসাবে দেশের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজিরও গড়ল সবুজ-মেরুন শিবির। ছবি: অমিত মৌলিক।

১১

মোহনবাগানের লিগ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল দু'ম্যাচ আগেই। তবে ট্রফি এদিন দেওয়া হল যুবভারতীতে হাজার হাজার সমর্থকদের সামনে।

১১

মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস এদিন রীতিমতো চোখে পড়ার মতো। সবুজ-মেরুন সমর্থকদের খুশি আরও বাড়তে চলেছে। কারণ এবার লিগ শিল্ডের ট্রফি ক্লাবেই থাকবে। সেটা নিজে ক্লাবে নিয়ে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি দেশে ফিরলেই দিনক্ষণ চূড়ান্ত হবে।

১১

এদিন সমর্থকরা একাধিক নজরকাড়া টিফো এনেছিলেন। যার কোনওটা ফুটবলারদের সম্মান জানিয়ে, আবার কোনওটা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে।

১১

লিগ শিল্ড জয়ের সেলিব্রেশনে শামিল ফুটবলারদের পরিবারও। স্ত্রী কস্তুরী ছেত্রীর সঙ্গে লিগ জয়ের মেডেল নিয়ে বাগান অধিনায়ক শুভাশিস।

১১

এক ফ্রেমে মোহনবাগানের বিদেশিরা। প্রত্যেকেই চলতি মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

১১

চলতি মরশুমে সবুজ-মেরুন মাঝমাঠের ইঞ্জিন হয়ে উঠেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। সপরিবারে লিগ জয়ের সেলিব্রেশনে মাতলেন তিনিও।

১১

বিদেশি ফুটবলাররা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে লিগ জয়ের আনন্দে মেতে।

১০ ১১

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে স্পেন থেকে নিজের জীবনসঙ্গীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোচ হোসে মোলিনা। ট্রফির সঙ্গে পোজ দিলেন তিনিও।

১১ ১১

সবশেষে লিগ শিল্ড হাতে স্টেডিয়াম প্রদক্ষিণ। সমর্থকদের ধন্যবাদ জানালেন কামিংসরা।