Advertisement
Advertisement
Subhashree ganguly

ওয়েট লুকে উষ্ণ শুভশ্রী, শ্বেতশুভ্র গ্যালারি না দেখলেই মিস!

ওয়েট লুকে বাজিমাত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।

একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে', অন্যদিকে 'রায়বাঘিনী ভবশঙ্করী'র চরিত্রে দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্র শুভশ্রীর ঝুলিতে।

এবার হইচই-এর হাত ধরে ওয়েব সিরিজের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অদিতি রায় পরিচালিত সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনি।

'পরিণীতা'র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী।

সোশাল মিডিয়াতেও তাঁর ওয়েট লুক বহুল প্রশংসিত। শ্বেতশুভ্র গ্যালারি দেখে অনুরাগীরাও প্রশংসা পঞ্চমুখ।

এর আগে হইচই-এর শুভশ্রী অভিনীত 'ইন্দুবালা ভাতের হোটেল' দর্শক, সমালোচকের দারুণ প্রশংসা অর্জন করেছিল। (ছবি- ইনস্টাগ্রাম)