Advertisement
Advertisement
Mimi Chakraborty

ভরা বসন্তে ‘দুষ্টু কোকিল’ মিমি, রং বাহারি ছবি দেখেছেন?

রঙিন ফটোশুটে বসন্তের ছোঁয়া দিলেন মিমি চক্রবর্তী।

মঙ্গলবারই 'রক্তবীজ ২' ছবির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। যেখানে ডাকাবুকো পুলিশ অফিসের ভূমিকায় দেখা যাবে মিমিকে।

সমান্তরালে আবার নতুন ওয়েব সিরিজ 'ডাইনি'র জন্যেও জোরদার প্রচার চালাচ্ছেন মিমি। সবমিলিয়ে দারুণ ব্যস্ত তিনি।

এসবের ফাঁকেই রঙিন ফটোশুটে বসন্তের ছোঁয়া দিলেন মিমি চক্রবর্তী। পরনে নীল লং গাউন। হাই থাই স্লিট। গাউনের ফাঁক থেকে উঁকি দিচ্ছে টলিসুন্দরীর উন্মুক্ত ঊরু।

চোখেমুখে দুষ্টু মিষ্টি ভাব। আর মিমির এহেন ফটোশুট দেখেই 'উরা ধুরা' লেগেছে অনুরাগীদের মনে। তাঁরা মনে করিয়ে দিলেন বসন্তের 'দুষ্টু কোকিলে'র কথা।

টলিপাড়ার অন্দরে নাকি কানাঘুযো শোনা যাচ্ছে, মিমি চক্রবর্তীর মনে বসন্ত ধরা দিয়েছে!

সেই গুঞ্জনের সত্যতা কতটা? তার উত্তর অধরা থাকলেও ভরা বসন্তে রঙিন মেজাজে ধরা দিলেন মিমি চক্রবর্তী। (ছবি-ইনস্টাগ্রাম)