Advertisement
Advertisement
Naga and Sobhita wedding

নাগার হাতে মঙ্গলসূত্র পরে ছাদনাতলায় চোখে জল শোভিতার! দেখে নিন জাঁকজমক বিয়ের অ্যালবাম

Advertisement

অবশেষে প্রেমপর্ব কাটিয়ে মিস্টার অ্যান্ড মিসেস হলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। তেলুগু রীতনীতি মেনে বুধবার রাতে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নাগার হাতে মঙ্গলসূত্র পরতেই, শোভিতার চোখে জল। আবেগঘন ছিলেন নাগাও।

বুধবার বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা ওড়না।

অন্য দিকে, শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওতেই বিয়ে সম্পন্ন হয়।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

বিয়ের রাতেই ছেলে ও বউমার বিয়ের ছবি পোস্ট করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। সেই ছবি পোস্ট করে, শোভিতার উদ্দেশে তিনি লিখলেন, ”তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি।”