রাজনীতির খবরের বাইরে সোশাল মিডিয়া এখন আক্রান্ত একজনের ম্যাজিকেই। তাঁর ছবি নিয়ে মহিলা মহলে এখন তুমুল গুঞ্জন।
কলেজ পড়ুয়ারা তো ক্লাসের মাঝেই মোবাইল হাতে ধরে চোখ রাখছেন ওই আগুন দুই চোখে। আর তার পরেই সর্বনাশ!
কথা হচ্ছে পাকিস্তানের অভিনেতা ওয়াহাজ আলির। এই মুহূর্তে ওয়াহাজের শরীরী গঠন, শিকারী চাউনিতেই প্রেমের ঝড় ফেসবুক থেকে ইনস্টাগ্রামে।
আসুন চিনে নেওয়া যাক, এই মুহূর্তের সবচেয়ে চর্চিত পুরুষ ওয়াহাজকে।
১৯৮৮ সালে লাহোরের এক পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্ম হয় ওয়াহাজের। বাবা ছিলেন সরকারি কর্মচারী। তবে ছোটবেলা থেকেই সিনেমা, নাটক, অভিনয়ের দিকে আকর্ষণ তাঁর। বড় হয়ে ন্যাশনাল কলেজ অফ আর্টসেও ভর্তি হন ওয়াহাজ।
খালি গায়ে এক বিজ্ঞাপনী শুট করার কারণে এক সময় বিতর্কে পড়েছিলেন ওয়াহাজ। তবে এই বিতর্ক তাঁকে জনপ্রিয়তা দিয়েছে আরও।
'ইশক ইবাদাদ' নামে এক টেলিভিশন ধারাবাহিক থেকেই অভিনয় শুরু তাঁর। প্রশংসিত হয় তাঁর অভিনয়। এর পর আর পিছনে ফিরে তাকাননি। তাঁর আগুন রূপের কারণে ধারাবাহিকের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনেও ঝড় তোলেন ওয়াহাজ।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.