Advertisement
Advertisement
Paris Olympics 2024

মনুর জোড়া সাফল্য থেকে ডিকেচের শুটিং, প্যারিস অলিম্পিকের সাত স্মরণীয় মুহূর্ত

প্যারিস অলিম্পিক শেষ। কিন্তু মনে গেঁথে রয়েছে কয়েকটি স্মরণীয় মুহূর্ত। ভারতীয়রা তো বটেই, গোটা বিশ্বই আগামী চার বছর উদযাপন করবে সেগুলো।

প্যারিস অলিম্পিক শেষ। কিন্তু মনে গেঁথে রয়েছে কয়েকটি স্মরণীয় মুহূর্ত। ভারতীয়রা তো বটেই, গোটা বিশ্বই আগামী চার বছর উদযাপন করবে সেগুলো। যেমন, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন মনু ভাকেরের নামের পাশে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু।

অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন আর্শাদ নাদিম। প্রথম পাকিস্তানি অ্যাথলিট হিসেবে অলিম্পিক থেকে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক এসেছে তাঁর ঝুলিতে। আর্শাদের পিছনে রুপো নিয়েই থামতে হয়েছে ভারতের নীরজ চোপড়াকে। কিন্তু দুজনের মধ্যে অটুট বন্ধুত্ব। এমনকী দুজনের মা সীমান্ত পেরিয়ে মাতৃত্বের কথা বলেছেন।

এক হাত পকেটে, শুটিংয়ের সরঞ্জাম ছাড়াই রুপো জেতেন ইউসুফ ডিকেচ। চোখে সাদামাটা চশমা। দাঁড়ানোর ক্যাজুয়াল ভঙ্গি ও ঠান্ডা মানসিকতা দেখে চর্চা শুরু হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। সোনা না জিতেও ভাইরাল তুরস্কের ৫১ বছর বয়সি শুটার।

প্রেমের শহর প্যারিস। আর সেখানে অলিম্পিকের আসরে কি প্রেম দূরে থাকতে পারে? তাই প্রেমিকার ব্যাডমিন্টনের ইভেন্ট শেষেই বিবাহের প্রস্তাব দিলেন চিনের লিউ ইউচেন। বিয়ের প্রস্তাব দিয়ে জিতে নিলেন ইয়াকিয়ংয়ের মন। সেই সঙ্গে দর্শকদেরও মন জিতে নিয়েছেন চিনের জুটি।

এতদিন সব ছিল তাঁর ঝুলিতে। ছিল না শুধু অলিম্পিকের সোনা। এবার সেই সাফল্যও ঢুকল জকোভিচের ঝুলিতে। সার্বিয়ার খেলোয়াড় দুই সেটেই উড়িয়ে দিয়েছেন স্পেনের আলকারাজকে। তার পর মাঠেই কেঁদে ফেলেন জোকার। সেই সঙ্গে ‘গোল্ডেন স্ল্যাম’-এর সম্মানে নাম লিখিয়ে নিলেন তিনি।

অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন আমেরিকার নোয়া লাইলস। দ্বিতীয় হয়ে রুপো পান জামাইকার কিশানে থম্পসন। দুজনেই শেষ করেছেন ৯.৭৯ সেকেন্ডে। কিন্তু.০০৫ সেকেন্ডের ব্যবধানে সোনা জেতেন নোয়া। রেসের পর ফটো ফিনিশে নোয়ার জয় নিশ্চিত করেন আম্পায়ার। এত কম সময়ের ব্যবধানে জয় এর আগে অলিম্পিকে দেখা যায়নি।

খেলার মঞ্চে মিলে গেল দুই যুযুধান দেশ। টেবিল টেনিস ইভেন্টের শেষে একসঙ্গে সেলফি তুললেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। পোডিয়ামে উঠে দক্ষিণ কোরিয়ার লিমের ক্যামেরায় বন্দি হন দুই দেশের তারকারা। সেই ছবিতে ছিলেন চিনের অ্যাথলিটরাও।