অসমের মেয়ে হলেও ভাগ্য অন্বেষণে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন এক দশক আগেই।
তবে মুম্বই ফিরিয়ে দেয়নি এই অহমিয়া কন্যেকে। জহুরীর চোখ ঠিক চিনে নিয়েছে প্রতিভা। প্লাবিতা বোরঠাকুর।
ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় নাম। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে প্লাবিতার একাধিক কাজ।
বম্বে বেগম, লিপস্টিক আন্ডার মাই বুরখা, এসকেপ লাইফ, সুতলিয়ার মতো একাধিক সিনেমা, সিরিজে নজর কেড়েছেন প্লাবিতা বোরঠাকুর।
গ্ল্যামার দুনিয়ার পাশাপাশি ব্যক্তিগতজীবন নিয়েই ব্যস্ত থাকেন নিজের মতো করে প্লাবিতা। বিয়েও করেছেন বছর চারেক আগে।
তবে কাজ থামিয়ে রাখেননি। কাজ নির্বাচনের ক্ষেত্রে প্লাবিতা কিন্তু বেশ সাহসী।
আজ পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেগুলোর সবকটাই সমালোচকদের কলমে ভালো নম্বর পেয়েছে।
সম্প্রতি গোয়া সফরের ছবি শেয়ার করেছিলেন প্লাবিতা বোরঠাকুর।
সেখানেই অহমিয়া কন্যে প্লাবিতা বোরঠাকুরকে দেখা গেল বিকিনি লুকে।
যা কিনা ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ ভাইরাল। যতটা সুইট ততটাই সেক্সি! (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.