অযোধ্যায় রামলালা উদ্বোধনের আগে রাম-আবেগ ছড়িয়ে দিতে দক্ষিণ ভারতের মন্দিরগুলি ঘুরছেন প্রধানমন্ত্রী। শনিবারের পর রবিবার গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা গলায় রামস্বামী মন্দিরে গেলেন মোদি। ছবি: পিটিআই।
শনিবার তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে গিয়েছিলেন মোদি। তামিলভূমের ঐতিহ্যের পোশাক ছিল পরনে। এই মন্দিরেই বিখ্যাত হাতি অন্ডালের শুঁড়ে মাউথঅর্গ্যান তুলে দিয়ে শুনলেন অপূর্ব সুর। ছবি: এএনআই।
আর রবিবার প্রধাননমন্ত্রী গেলেন তামিলনাড়ুর একেবারে দক্ষিণপ্রান্তে, ধনুষ্কোডির অরিকল মুনাইয়ে। এখান থেকেই রামসেতু নির্মাণ শুরু হয়েছিল বলে মনে করা হয়। ছবি: পিটিআই।
অরিকল মুনাইয়ের বেলাভূমিতে নানা রঙের ফুল ছড়িয়ে পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। লাল, হলুদ, বেগুনি, সাদা ফুলে বদলে গেল নির্জন সৈকতের রূপ। ছবি:পিটিআই।
ভোরের নির্মল পরিবেশে, সমুদ্রের নোনা হাওয়া মেখে রামসেতু নির্মাণের সূচনাস্থলে প্রাণায়াম সারলেন প্রধানমন্ত্রী। পরনে সাদা-ক্রিম কুর্তা,পাজামা, গাঢ় নীল জ্যাকেট। ছবি: পিটিআই।
নীল সমুদ্রের ধারে বোল্ডারের পাশে রাখা দূরবীক্ষণ যন্ত্রে চোখ রেখে প্রধানমন্ত্রী দেখলেন দূর, আরও দূর। রামসেতুর শেষ কোথায়? দূরবীণে দেখে উত্তরের খোঁজে মোদি। ছবি: পিটিআই।
তামিলনাড়ুর দক্ষিণপ্রান্তে ছবির মতো সুন্দর অরিকল মুনাইয়ের সমুদ্রতটে খালি পায়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী। সমুদ্রের জল তুলে দেবতাদের উদ্দেশে তর্পণও করেন তিনি। ছবি: পিটিআই।
অরিকল মুনাইয়ে সমুদ্রসৈকত ঘুরে মোদি চলে যান মন্দিরে। তখন তাঁর পরনে শ্বেতশুভ্র কুর্তা-পাজামা, সঙ্গে সাদা-হলুদ সিল্কের উত্তরীয়। পুরোহিত প্রধানমন্ত্রীর কপালে তিলক এঁকে আশীর্বাদ করেন। ছবি: পিটিআই।
তিনদিন ধরে দক্ষিণ ভারতে মন্দিরগুলি ঘুরে এবার দিল্লি ফেরা। সেখান থেকে সোমবার অযোধ্যা পৌঁছে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পবিত্র অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.