Advertisement
Advertisement
Ananya Panday

আহা ‘অনন্যা’! ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন আরও সাহসী, হট ছবিতে ঘাম ছোটালেন পাণ্ডে ‘বেবি’

চোখেমুখে তাঁর দুষ্টু ইশারা! দেখেছেন অনন্যার এই ছবিগুলো?

'নাইট ম্যানেজার'-এর সঙ্গে ‘ডুবে ডুবে জল খাচ্ছেন’! এদিকে প্রেমের জেল্লা যেন চেহারায় ঝরে পড়ছে।

অনন্যা পাণ্ডে। বলিউডের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। নবীন প্রজন্মের অন্যতম ভালো অভিনেত্রী।

ইতিমধ্যেই বেশ কয়েকটা ভিন্ন স্বাদের সিনেমা নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডে।

ছিপছিপে গড়ন। একসময়ে রোগা চেহারার জন্য খোঁটা শুনতে হয়েছিল। কিন্তু বর্তমানে অনন্যার ফিগার টক অফ দ্য টাউন।

মাঝেমধ্যেই বোল্ড অবতারে ধরা দেন অনন্যা পাণ্ডে।

এবার অফশোল্ডার স্কার্ট ড্রেসেও সাহসী অবতারে ধরা দিলেন অনন্যা।

ভক্তদের কথায়, আহা! রূপের কী জাদু। চোখেমুখে তাঁর দুষ্টু-মিষ্টি ইশারা। যা দেখে পুরুষ ভক্তদের রাতের ঘুম উড়েছে।

শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি ভক্তদের হৃদয় ভেঙে আদিত্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অনন্যা পাণ্ডে। (ছবি: ইনস্টাগ্রাম)