অযোধ্যার রামমন্দিরে মহাসমারোহে পালিত হল প্রতিষ্ঠা দ্বাদশী। রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শুরু হল বিশেষ অনুষ্ঠান।
প্রভুর মহাঅভিষেক সম্পন্ন হয় এদিন। দুধ দিয়ে স্নান করানো হয় রামলালার বিগ্রহকে। তার পরে পালিত হয় মঙ্গল দর্শন।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অযোধ্যায়। ১১ থেকে ১৩ জানুয়ারি উৎসবে মাতবে গোটা শহর।
হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছেন অযোধ্যায়। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যাঁরা উপস্থিত থাকতে পারেননি, এমন ১১০ জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে রামমন্দিরে।
প্রতিষ্ঠা দ্বাদশী উপলক্ষে বিশেষ পুজো দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় তাঁকে।
বিখ্যাত লোকসঙ্গীতশিল্পী মালিনী অবস্তি, গায়িকা অনুরাধা পড়ওয়াল, কবি কুমার বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে রামমন্দিরের বিশেষ অনুষ্ঠানে।
রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের উন্নতিতে অনুপ্রেরণা যোগাবে রামমন্দির, বলেছেন প্রধানমন্ত্রী।
গতবছর ধুমধাম করে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয় অযোধ্যার নবনির্মিত রামমন্দিরে। প্রধানমন্ত্রী নিজেই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রাণপ্রতিষ্ঠায় শামিল হন।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়ে গেলেও মন্দির নির্মাণের কাজ এখনও সম্পন্ন হয়নি। আশা করা হয়েছিল চলতি বছরের জুন মাসে শেষ হবে মন্দিরের কাজ। আপাতত শোনা গিয়েছে, সেপ্টেম্বরে মন্দিরের কাজ শেষ হবে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.