কালো মনোকিনিতে নেটদুনিয়ায় আগুন ঝরালেন 'বিগ বস' খ্যাত প্রিয়াঙ্কা চাহার চৌধুরী।
এক ম্যাগাজিনের জন্যই প্রিয়াঙ্কার এই ফটোশুট। নিজের এই নয়া অবতারে নেটিজেনদের ঘাম ছুটিয়েছেন হিন্দি টেলিভিশনের নায়িকা।
ক্যামেরার সামনে প্রিয়াঙ্কার পোজ এমন, দেখে বোঝার উপায় নেই নিম্নাঙ্গে আদৌ কোনও পোশাক আছে কি না।
'গঠবন্ধন', 'বুরহাম ভার্সাস আফস্পা'র মতো ধারাবাহিক রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে।
তবে 'উড়াইয়াঁ' ধারাবাহিকের তেজো কউর হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেন প্রিয়াঙ্কা।
সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এর ১৬তম মরশুমের প্রতিযোগী ছিলেন। শোয়ে তৃতীয় স্থান দখল করেন তিনি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.