Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

ঋতাভরীর ভেজা শরীরে মুক্তোর মালা, বৈশাখের দাবদাহে উষ্ণ ঝড়

নায়িকার রূপে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।

বৈশাখের এই দাবদাহে সোশাল মিডিয়ায় উষ্ণতার ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী। ভেজা শরীর মুক্তোর মালা দিয়ে সাজিয়েছেন অভিনেত্রী।

পান্নার মতো সবুজ জল। থাই স্লিট ব্ল্যাক ড্রেসে তার মাঝে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। তাঁর রূপে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা।

X ক্লাব সাঁলোর জন্য স্পেশাল এই ফটোশুট করেছিলেন ঋতাভরী। মুক্তোর এই মালায় তাঁকে সাজিয়ে তুলেছেন বাবুসোনা সাহা। ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। তার পর শুরু হয় টেলিভিশনের যাত্রা। আজও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে 'ওগো বধূ সুন্দরী' তিনি।

দেবজিৎ ঘোষের 'তবুও বসন্ত'র মাধ্যমে ঋতাভরীর সিনেমার সফর শুরু হয়। তার পরের ছবিই সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ'। তার পর আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

এখন সিনেমা বেছেই করতে ভালোবাসেন ঋতাভরী। তাই তো 'ব্রহ্মা জানের গোপন কম্মটি', 'ফাটাফাটি'র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের প্রশংসা আদায় করে নেন।

এছাড়া, ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর সঙ্গে যুক্ত ঋতাভরী। সন্তানসম স্নেহ করেন সেখানকার পড়ুয়াদের। SCUD সোসাইটি ফর সোশাল কমিউনিকেশনের সঙ্গেও যুক্ত অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।