Advertisement
Advertisement
Ritabhari Chakraborty

যেন সাক্ষাৎ উমা! ঋতাভরীর ছবিতে শারদীয়ার আমেজ

মনোক্রম ফ্রেমে ঋতাভরীর ম্যাজিক। দেখুন ফটো অ্যালবাম।

গায়ের সঙ্গে জড়িয়ে থাকা সাদামাটা শাড়ি। ব্লাউজহীন কাঁধে এলিয়ে পড়েছে চুল... ঋতাভরী চক্রবর্তীর ছবিতে আসন্ন শারদীয়ার আমেজ।

কপালে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। যৎসামান্য মেকআপ। আর ঠোঁটের বাঁকে লেগে লেগে থাকা হাসিতে যেন সাক্ষাৎ ঘরের 'উমা' ঋতাভরী।

মনোক্রম ফ্রেমে ফুটে উঠেছে তাঁর আনমনে অপেক্ষার মুহূর্ত। সাদা-কালো ফটোশুটের ছবি শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন- "মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে।"

ঋতাভরী বরাবরই ফ্যাশনিস্তা। পশ্চিমী সাজপোশাকের পাশাপাশি ট্র্যাডিশনাল পোশাকেও মুগ্ধ করে এসেছেন বরাবর।

রবিবার ছুটির দিনে নতুন ফটোশুট শেয়ার করে আবারও অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন অভিনেত্রী। (ছবি- ফেসবুক)