রাজকীয় মেজাজেই বিয়ে সারেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এতদিনে প্রকাশ করলেন গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠানের ছবি।
কড়া নিরাপত্তার মাঝে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যটরিনা। সেখানেই হয় গায়ে হলুদ।
ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানের ছবি তোলা ছিল নিষিদ্ধ। তবে বিয়ের পর দুই তারকাই একের পর এক ব্যক্তিগত ছবি পোস্ট করে চলেছেন একই ক্যাপশন দিয়ে। গায়ে হলুদের এই ছবিগুলি আপলোড করে লিখেছেন, "শান্তি, সবুর আর আনন্দ।"
"আজ মনে আরও একজনের ঠাঁই হল... স্বাগত বউদি"- সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা ও ভিকির বিয়ের ছবি শেয়ার করে একথাই লেখেন সানি কৌশল। গায়ে হলুদ অনুষ্ঠানে আনন্দে আত্মহারা ছিলেন তিনি।
সাদা ও গোলাপি রঙের কম্বিনেশনে গায়ে হলুদ অনুষ্ঠানে সাজেন ক্যাটরিনা। ফুলের গয়না ছিল তাঁর পরনে।
প্রথমে পাঞ্জাবি পরে থাকলেও পরবর্তীতে শুধু গোলাপি রঙের উত্তরীয় পরেই ক্যাটরিনার সঙ্গে ক্য়ামেরার সামনে পোজ দেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।
ভালবাসার জোয়ারে ভেসে গিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। পরম যত্নে ভিকির গালে হলুদ লাগিয়ে দেন ক্যাট।
সবশেষে চলে জল ঢালার পালা। কলসীর পাশাপাশি পানীয় জলের বোতল থেকেও ভিকির মাথায় ঢালা হয় জল।
ভিক্যাট থেকে ভিক্টরিনা, বিয়ের জন্য অনেক নামই দেওয়া হয়েছে ভিকি ও ক্যাটরিনা জুটিকে। তবে মেহেন্দি অনুষ্ঠানে লেখা ছিল শুধু K ও V শব্দ দু'টি। মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনার ফিটনেস ট্রেনার রেজা কাতানি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.