Advertisement
Advertisement
Anindita Bose

অন্তর্বাসে অনিন্দিতা! ফাঁস করলেন স্পেশাল ‘সিক্রেট’

'গানের ওপারে'র ঝিনুক হয়ে বাংলা টেলিভিশনের দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী।

অন্তর্বাসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনিন্দিতা বসু। আর ক্যাপশনে ফাঁস করেছেন স্পেশাল এক 'সিক্রেট'।

এই সিক্রেট আসলে বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থা ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর। তারই 'টি শার্ট ব্রা'র বিজ্ঞাপনের জন্য অভিনেত্রীর এই ছবি।

'গানের ওপারে'র ঝিনুক হয়ে বাংলা টেলিভিশনের দর্শকদের নজর কেড়েছিলেন অনিন্দিতা। পরবর্তীকালে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।

'ক্লার্ক', 'জানি দেখা হবে', 'ভূতের ভবিষ্যৎ', 'হেমলক সোসাইটি', 'দ্য রেপিস্ট'-এর মতো সিনেমাও রয়েছে অনিন্দিতার ঝুলিতে।

'স্কাইফায়ার', 'পাতাল লোক', 'রে', 'মার্ডার ইন দ্য হিলস' ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনিন্দিতা। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী।

অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অনিন্দিতা। তার পর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার করেন। সেই সম্পর্ক ভাঙার পর সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। এখন কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।