'কিং' মেজাজটাই তো আসল। নতুন ফটোশুটে একেবারে 'ড্যাপার ডিউড' হিসেবে ধরা দিলেন শাহরুক খান।
জ্যাকেটের প্রতি শাহরুখ খানের ভালোবাসার কথা অনেকেই জানেন। ডেনিম, লেদার থেকে শুরু করে রকমারি কালেকশন বাদশার ওয়ারড্রোবে।
এবার নিজের সেই পুরনো ফ্যাশন ট্রেন্ডে ফিরে গেলেন শাহরুখ খান। নতুন ফটোশুটে বাদশাকে দেখা গেল জলপাই রঙের লেদার জ্যাকেট, বাদামি শার্ট আর কালো প্যান্টে।
আসলে দুবাইয়ের IIFA 2024 অনুষ্ঠানের সঞ্চালনার সময়েই এই ফটোশুট করেছিলেন শাহরুখ খান। যা কিনা রবিবার তাঁর ম্যানেজার পূজা দাদলানি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে।
শাহরুখের নতুন ফটোশুট দেখে এদিকে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় হয়েছে। কেউ বলছেন, উফফ কী হট! কারও মন্তব্য, হে ঈশ্বর এত হ্যান্ডসাম! বিশেষ করে নজর কাড়ল মনোক্রম মুডে শাহরুখের ছবি। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.