উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর (Heeramandi) পোস্টারে।
বিগ বাজেট পিরিয়ডিক ড্রামা। সেরকমই তুখড় সেট ডিজাইন। ঠিক যেমনটা ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাঙ্গুবাঈ’য়ের মতো প্রতিটা ছবিতে বনশালি স্টাইলের সাক্ষী থেকেছিল দর্শকরা।
বৃহস্পতিবার মুক্তি পেল সোনাক্ষী সিনহা, মণীষা কৈরালা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, সঞ্জিদা শেখ, শর্মিন সেহগালদের সোনায় মোড়া 'হীরামাণ্ডি' লুক।
স্বাধীনতা উত্তর পর্বে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনশালির এই নতুন সিরিজে দেখা যাবে।
সঞ্জয় লীলা বনশালি জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রজেক্ট। ১৪ বছর ধরে স্বপ্ন বুনেছেন। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর সিরিজের কাজট শুরু করছেন।
এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনও খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.