Advertisement
Advertisement

Breaking News

Star Kids

অবিকল মায়ের রূপ নিয়ে জন্ম এই তারকা সন্তানদের, দেখুন ছবি

প্রত্যেকেই যেন মায়ের প্রতিবিম্ব।

মেয়ে নীতারাকে প্রচারের আলো থেকে দূরেই রাখার চেষ্টা করেন অক্ষয়-টুইঙ্কল। তবে ছবি প্রকাশ্যে আসার পর দেখা গিয়েছে, সে তো একেবারেই মায়ের মতো দেখতে।

কাজল অজয় দেবগনের ছেলে যুগ। তাকেও হুবহু মায়ের মতো দেখতে। মায়ের সঙ্গেই নাকি যুগের বেশি সময় কাটে।

মা মেয়ে কাকে বলে, তা আরাধ্যা বচ্চনকে দেখে বোঝা যায়। ছোটবেলায় ঐশ্বর্য ঠিক যেমনটি দেখতে ছিলেন তেমনই দেখতে অমিতাভ বচ্চনের নাতনি।

তৈমুর আলি খানের মুখের আদল এখন অনেকটাই পালটেছে। তবে ছোটবেলায় তাঁকে করিনার মতোই দেখতে ছিল।

সবশেষে বলা যায় সারা আলি খানের কথা। তিনি যে অমৃতা সিংয়ের মেয়ে তা ছবি দেখেই বলে দেওয়া যায়।