Advertisement
Advertisement
Tamannaah Bhatia

উপচে পড়ছে উত্তাল যৌবন, দুষ্টু অথচ বোল্ড! তামান্নার ইশারায় কাত নেটপাড়া

তামান্না জাদুতে মুগ্ধ নেটপাড়া। এই ছবিগুলো না দেখলেই মিস!

দক্ষিণী হোক কিংবা বলিউড, তামান্না ভাটিয়ার রূপে মুগ্ধ আসমুদ্র হিমাচল।

মাঝেমধ্যে বোল্ড অবতারে অনুরাগীদের রাতের ঘুম কাড়েন অভিনেত্রী।

এবারও কালো-সাদা বডিকন ড্রেসে যে ফটোশুট করলেন তামান্না, তা দেখে অনুরাগীদের প্রায় মুর্চ্ছা যাওয়ার অবস্থা!

এককথায়, তামান্না জাদুতে মুগ্ধ নেটপাড়া।

বিজয় বর্মার সঙ্গে তাঁর প্রেমের খবর মাসখানেক ধরেই শিরোনামে। সম্প্রতি বিদেশে নিউ ইয়ারের ছুটিও কাটিয়ে এসেছেন দুজনে।

এক সময় বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দু’জনের প্রেম এতটাই গভীর হয়েছিল যে প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে।

তামান্না ভাটিয়ার নতুন ফটোশুট ঘিরে বর্তমানে নেটপাড়ার হইচই শুরু হয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)