Advertisement
Advertisement
Tara Sutaria

‘হ্যালো…’, পরনে শুধু ব্রা! ফোনবুথে টালমাটাল তারা সুতারিয়ার ভরা যৌবন

ছবিতে ছবিতে দেখুন অভিনেত্রীর শরীরী কায়দার অ্যালবাম।

দীর্ঘদিন ধরেই বি টাউনের অন্দরে ইতি-উতি গুঞ্জন, সুতারিয়া সুন্দরী নাকি কার্তিক আরিয়ানের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন!

ইনি তারা সুতারিয়া। বলিউডের স্টারকিডদের সঙ্গে তাঁর সর্বদা ওঠাবসা। সুহানা, সানায়া থেকে আরিয়ান খান, অনন্যা পাণ্ডে সকলের সঙ্গেই তারার সদ্ভাব।

যাহা রটে, তাহার কিছুটা হলেও তো বটে! কার্তিকের জন্মদিনের পার্টি থেকে ইতি-উতি অভিনেতার সঙ্গে হাজির লাস্যময়ী।

তারা আবার সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। মাঝেমধ্যেই 'হট অ্যান্ড বোল্ড' অবতারে ধরা দেন। যৌন আবেদনে বলিপাড়ার প্রথম সারির নায়িকাদেরও দশ গোল দেবেন তিনি!

এবার ফোনবুথের অন্দরে শুট করা ছবিতে ঘুম কাড়লেন নেটপাড়ার! পরনে অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনি। গায়ে ফারের ওভারকোট। আহা! উঁকি দিচ্ছে শরীরী আবেদন।

তারা সুতারিয়ার সেই সেক্সি অবতারে কমেন্ট বক্স ভরে উঠছে তড়িৎগতিতে! (ছবি- ইনস্টাগ্রাম)