Advertisement
Advertisement

Breaking News

Shahid Diwas 2022

একুশের সমাবেশে রেকর্ড জমায়েতের আশায় তৃণমূল, প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা-অভিষেক

কর্মীদের সুযোগ-সুবিধার দিকে কড়া নজর তৃণমূল নেতৃত্বের।

১০

এবার একুশে জুলাইয়ের সভায় রেকর্ড ভিড়ের লক্ষ্য তৃণমূলের। ধর্মতলায় সভাস্থলের শেষ মূহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

১০

প্রতি বছরই সভার আগের দিন প্রস্ততি দেখতে আসেন তৃণমূল নেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। প্রস্তুতি নিয়ে এদিন নেতা-কর্মীদের সঙ্গে কথা বললেন তিনি।

১০

কাল শহরে ভিড় হবে। নিয়ন্ত্রিত হবে গাড়ি চলাচল। তার জন্য আগেভগেই সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল সুপ্রিমো।

১০

শহিদ দিবসের সভায় যোগ দিতে জেলা থেকে আসছেন বহু কর্মী। বাড়ি ফেরা অবধি তাঁদের সাহায্য করতে হবে। এমনই নির্দেশ দিলেন নেতাদের।

১০

শুধু তৃণমূল নেত্রী নন, জেলা থেকে আগত কর্মীদের সুযোগ-সুবিধায় কড় নজর রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শিয়ালদহ, ধর্মতলা থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম চষে ফেলেন।

১০

কর্মীদের খাবারের কেমন ব্যবস্থা রয়েছে, তা নিজে খতিয়ে দেখেন অভিষেক। অপ্রীতিকর ঘটনা এড়াতে খাবারের জায়গায় সিসিটিভির বসানো হয়েছে বলে জানান তৃণমূল সাংসদ।

১০

কর্মীদের কোনও অসুবিধা হচ্ছে কি না, তা জানতে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক। শহরে জড়ো হচ্ছে লক্ষ-লক্ষ কর্মী। তাঁদের থাকার জন্য অস্থায়ী ব্যবস্থা করা হচ্ছে।

১০

এদিন ধর্মতলার সভাস্থল, সভামঞ্চও ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সারেন তিনি।

১০

এদিনও সভামঞ্চের সামনে ছিল ভিড়। প্রিয় নেতা-নেত্রীদের দেখতে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকরা।

১০ ১০

ধর্মতলায় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।