Advertisement
Advertisement
Tripti Dimri

ওভারকোটের ফাঁকে উঁকি দিচ্ছে শরীর! ‘ভাবি ২’ তৃপ্তি দিমরির নতুন ছবিতে যৌবনের উসকানি

'অ্যানিম্যাল' সিনেমার সৌজন্যে রাতারাতি ন্যাশনাল ক্রাশ অভিনেত্রী।

ওভারকোট পরেও লাস্যময়ী হওয়া যায়। প্রমাণ করলেন 'অ্যানিম্যাল' সিনেমার 'ভাবি ২' ওরফে তৃপ্তি দিমরি।

অভিনেত্রী উর্ধ্বাঙ্গে শুধু কোটটিই রয়েছে। আর কোনও পোশাক নেই। তাতেই যেন রয়েছে উষ্ণ যৌবনের উসকানি।

উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি। স্কুলের পর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন। তার পর পুণের FTII-এ ভর্তি হন।

FTII থেকে পাশ করার পর শ্রীদেবীর 'মম' সিনেমায় সুযোগ পান তৃপ্তি। সেই থেকেই তাঁর বলিউড সফর শুরু।

এর আগে 'লায়লা মজনু', 'বুলবুল', 'কলা'য় দেখা গিয়েছে তৃপ্তিকে। তবে 'অ্যানিম্যাল' তাঁকে খাতির শিখরে পৌঁছে দিয়েছে।

রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে গিয়েছেন তৃপ্তি দিমরি। আগামীতে ভিকি কৌশলের সঙ্গে তাঁকে 'মেরে মেহবুব মেরে সনম' সিনেমায় দেখা যাবে। ছবি: ইনস্টাগ্রাম।