Advertisement
Advertisement

Breaking News

ম্যাসাঞ্জোর বাঁধই এবার সিউড়ির এই মণ্ডপের থিম ভাবনা

পড়শি রাজ্যের বাঁধ নিয়ে ফের বিতর্ক৷

Suri: Massanjore dam is the theme of this puja
Published by: Sayani Sen
  • Posted:October 10, 2018 5:36 pm
  • Updated:October 10, 2018 5:36 pm

নন্দন দত্ত, সিউড়ি: ম্যাসাঞ্জোর বাঁধে নীল-সাদা রং করা নিয়ে দিনকয়েক আগেই বিতর্ক দানা বাঁধে৷ পুজোর আগে ওই বাঁধই এবার হটকেক৷ সিউড়িতে সেচকর্মীদের থিম ভাবনায় নীল-সাদা রংয়ের ম্যাসাঞ্জোর বাঁধ৷ যদিও উদ্যোক্তাদের দাবি, গত বছর থেকেই এই থিমের কথা ভেবেছিলেন তাঁরা৷

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

বেশ কয়েক বছর ধরেই সেচ কলোনীর পুজোকে ঘিরে উৎসবে মাতছেন সিউড়ির সেচ দপ্তরের আবাসনের বাসিন্দারা। ৫৫ বছর ধরে চলা এই সর্বজনীন পুজোয়  মণ্ডপটি কয়েক বছর আগে সংস্কার হয়েছে। সামনে বিশাল খেলার মাঠে। এবার সেই মাঠ ঘিরে বাগান গড়ে উঠছে। সেই মাঠে ২৭০ ফুট লম্বা এবং ৬০ ফুট উচ্চতার ২১টি গেটের ম্যাসাঞ্জোর বাঁধের আদলে গড়ে উঠছে মণ্ডপ। দূর থেকে দেখলে মনে হবে যেন ম্যাসাঞ্জোরকে কাছে এনে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। একটি গেটের ভিতর দিয়ে ঢুকে প্রতিমা দর্শন করতে হবে। ম্যাসাঞ্জোরের গেটের পাশে অফিস ঘর তৈরি করেছেন শিল্পী৷ এমনকী, ম্যাসোঞ্জোর বাঁধের মতোই মণ্ডপের আশেপাশে টিলাও তৈরি করা হয়েছে৷ জলাধারের উপর দাঁড়িয়ে আসল  ম্যাসাঞ্জোরের নৈসর্গিক আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা৷ ম্যাসাঞ্জোরের কাছে তৈরি করা হয়েছে একটি নকল সেতু৷ তবে আমজনতাকে ওই সেতুর উপর যেতে দেওয়া হবে না৷  সেতুর উপর অবশ্য কিছু মডেলকে থাকবে৷

Advertisement

Advertisement

[৫৩০ বছর ধরে ব্রহ্মচারী বাড়িতে মা একাই পূজিতা হন]

মাস তিনেকের চেষ্টায় এই গোটা মণ্ডপ গড়ে তুলেছেন সাঁইথিয়ার এক শিল্পী৷ ঝাড়খণ্ডে অবস্থিত ম্যাসাঞ্জোরের বাঁধের রং নিয়ে সমস্যার  সমাধান হয়নি, তার আগে ওই বাঁধের আদলে মণ্ডপকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। সেচ কলোনীর পুজো কমিটির সম্পাদক পরিতোষ শিকদার জানান, পুজোর থিম ভাবনা অনেকদিন আগেই ভেবে ফেলা হয়েছিল৷ এরই মাঝে ম্যাসাঞ্জোর বাঁধের রং নিয়ে বিতর্ক দানা বেঁধেছে৷ তাই কোনও রাজনীতি হোক, তা চাই না৷ বরং সবাই আমাদের পুজোয় ভিড় জমাক, আনন্দ করুক৷

ছবি: বাসুদেব ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ