Advertisement
Advertisement

Breaking News

পুজো

সংকটে জল-পরিবেশ, প্যান্ডেলের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ঝাড়গ্রামে

জোরকদমে চলছে প্রস্তুতি।

Save water, save tree theme of Jhargram Durga Puja
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 19, 2019 3:03 pm
  • Updated:September 19, 2019 3:03 pm

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম:  উন্নয়নের জন্য কংক্রিটের ব্যবহার অবশ্যম্ভাবী। কিন্তু সবুজায়নও তো জরুরি। জল-পরিবেশ ছাড়া জীবন তো অসম্ভব। তা বোঝাতেই এবার উদ্যোগী হল ঝাড়গ্রামের অরণ্য সংঘ পুজো কমিটি। এবার তাঁদের থিম “গাছ লাগান, জল বাঁচান।” গাছ ও জলের গুরুত্ব ঠিক কতটা এবার সেটাই সকলকে বোঝাবেন তাঁরা। পুজো মণ্ডপের প্রবেশ পথ থেকেই সেই বার্তা দেওয়ার চেষ্টাই করছেন পুজো উদ্যোক্তারা।

[আরও পড়ুন: ধুধুলের কেরামতিতেই অনন্য মণ্ডপ, চোরবাগানের থিম মন কাড়বে দর্শনার্থীদের]

জানা গিয়েছে, প্রবেশ পথটি তৈরি করা হচ্ছে একটি বিশাল গাছের আদলে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, “গাছ আমাদের পথ দেখায়, সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা।” গাছের একপাশে দেখানো হবে গাছ, জলে পরিপূর্ণ এক পৃথিবী। আর অন্যদিকে দেখা যাবে গাছ, জলহীন পৃথিবী। গোটা ভাবনাটি সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরার জন্য মোট তিরিশটি মাটির মডেল তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জলের অভাবে চাষ না হাওয়ায় কৃষকের পরিস্থিতি। শুকনো জমি।

Advertisement
aryanyo-sangha
চলছে প্যান্ডেলের প্রস্তুতি

এর পাশাপাশিই দেখানো হবে অন্য আরেক ছবি। সেখানে দেখা যাবে জল, গাছে পরিপূর্ণ সুজলা-সুফলা পরিবেশ। খুশি মানুষ জন। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, আদতেই ধানের চারা লাগানো হবে প্যান্ডেলে। থাকবে জল ভরা পুকুর। মাঠে লাঙল থাকবে। এরকমই আরও নানা বিষয় ফুটিয়ে তোলা হবে বিভিন্ন মডেলের মাধ্যমে। আবার জলসংরক্ষণের পদ্ধতিও গড়ে তোলা হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে সঞ্চিত জল ফেলা হবে পুকুরে। দেখানো হবে সেই জল থেকে চাষ হচ্ছে। বৃষ্টির জল কীভাবে সঞ্চয় করে ব্যবহার করতে হয় তাও তুলে ধরা হবে।

Advertisement

জানা গিয়েছে, মাত্র আড়াই লক্ষ টাকা বাজেটের মধ্যেই গোটা বিষয়টি তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত পুজো উপলক্ষে প্রতিদিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ওই ক্লাবের তরফে। অরণ্য সংঘের উপদেষ্টা কমিটির সদস্য উত্তম বারিক বলেন, “সারা বিশ্বে আজ জল সংকট। পাশাপাশি, গাছ নিধন চলছে। আমরা পুজোর থিমের মাধ্যমে সবার কাছে একটাই বার্তা দিতে চাই, গাছ বাঁচান,জল বাঁচান।” সব মিলিয়ে অরন্য সংঘ যে সকলকে খুব ভাল বার্তা দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। 

[আরও পড়ুন: কলকাতার পুজোয় সরকারি অনুদানের অঙ্ক বাড়তেই আবেদনের হিড়িক উদ্যোক্তাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ