Advertisement
Advertisement
দমদম পার্ক ভারতচক্র

ঈশ্বরের রূপ ও ভক্তির মেলবন্ধনে এবার উজ্জ্বল হবে দমদম পার্ক ভারতচক্রের পুজো

দেখুন পুজো প্রস্তুতির ভিডিও।

This year DumDum Park Bharat Chakra will depict Murto-Bimurto
Published by: Sulaya Singha
  • Posted:September 24, 2019 3:23 pm
  • Updated:September 24, 2019 3:23 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন দমদম পার্ক ভারতচক্রের পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: মায়ের রূপ তো আমরা দেখতে পাই, কিন্তু ভক্তি? সে তো শুধুই অনুভব৷ আর এই দুই মিলেই তো পূর্ণতা পায় জীবন৷ আরও স্পষ্ট করে করে বললে, মূর্ত ও বিমূর্ত ভাবই চেতনার পূর্ণ প্রকাশ ঘটায়৷ মূর্ত অর্থাৎ চামড়ার চোখ দিয়ে আমরা যা দেখতে পাই বা যার নির্দিষ্ট আকার রয়েছে৷ আর বিমূর্ত হল যা চাক্ষুস করা না গেলেও অনুভূত হয়৷ চিন্তাধারার এই দুই ফসলের মেলবন্ধনেই এবার সেজে উঠছে দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপ৷ অভিজ্ঞ শিল্পী তথা মাটির মানুষ পূর্ণেন্দু দের হাত ধরে চোখে দেখা আর অনুভূতির বন্ধনের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা৷ তাদের থিমের পোশাকি নাম ‘মূর্ত ও বিমূর্ত’৷

Advertisement

[আরও পড়ুন: নান্দনিক আলপনায় এবার পুজোয় সেজে উঠবে এস বি পার্ক সর্বজনীনের মণ্ডপ]

যখন কোনও সাধক তাঁর শিল্পের আকার দেন, খুব সহজভাবেই তা সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়ে ওঠে৷ এটাই মূর্ত৷ আর সেই বাস্তবসম্মত শিল্প বা গান সাধনা ক্রমশ উচ্চস্তরের দিকে যেতে থাকে, তা হয়ে ওঠে বিমূর্ত৷ অনুভবেই যার অস্তিত্ব, তাই-ই বিমূর্ত৷ এই বিমূর্ত রূপ দেশকালের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়৷ ধর্মের ক্ষেত্রেও বিষয়টা একইরকম৷ সাধক নানা প্রতীকের মাধ্যমে ঈশ্বরের পূজা করেন৷ যেমন, শিবলিঙ্গ কিংবা ব্রহ্মচিহ্ন৷ এগুলি বিমূর্ত প্রতীক৷ সাধারণ মানুষের বোঝার জন্য সৃষ্টি হয়েছে দেবদেবীর মূর্তি৷ যা মূর্ত৷ আর এই দুই বিষয়ের মেলবন্ধবই পূর্ণেন্দু দের এবারের বিষয় ভাবনা৷

Advertisement

bharat-chakra

শিল্পী বিষয়টি ফুটিয়ে তুলতে কাগজে মণ্ড, সানবোর্ড ইত্যাদির ব্যবহার করেছেন৷ সানবোর্ডের মধ্যে দিয়ে অদ্ভুত এক আলোর খেলা তুলে ধরবেন পূর্ণেন্দু দে৷ জনপ্রিয় সুরকার জয় সরকারের থিম মিউজিক সেই অনুভূতিকে আরও প্রগাঢ় করে তুলবে৷ থিমের সঙ্গে সামস্যঞ্জ রেখে সাধকরূপী প্রতিমা গড়ছেন শিল্পী অরূপ কর৷

গতবার এই মণ্ডপে পূর্ণেন্দু দের ভাবনায় বন্দিত হয়েছিলেন সমাজের দশভুজারা৷ এবার ঈশ্বরের রূপ ও ভক্তিতে মণ্ডপজুড়ে আধ্যাত্মিক আমেজ বিরাজমান৷ তাই পুজো পরিক্রমার তালিকায় অবশ্যই থাকুক দমদমের এই পুজো৷ 

Bharat-chakra

[আরও পড়ুন: এবার নারী-পুরুষের চিরন্তন প্রেমের নদীতে অন্তর্যাত্রার গল্প বেহালা নূতন সংঘের পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ