সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষমাস হল মলমাস বা অশুভ মাস৷ এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়৷ পৌষের শেষে ও মাঘের শুরুতে যে সংক্রান্তি আসে, সেটাই মকর সংক্রান্তি। শাস্ত্র মতে, মকর সংক্রান্তি থেকে শুভ ক্ষণ শুরু হয়৷ এবং এই সময় মকরের ঘরে সূর্য প্রবেশ করে৷ তাই এই তিথিকে মকর সংক্রান্তি বলে। এ সময় নতুন ধান ওঠে৷ মকর সংক্রান্তিতেই পালিত হয় দেশের অন্যতম জনপ্রিয় উৎসব, বাংলায় যা নবান্ন। অন্যান্য রাজ্যে ভিন্ন নামে উৎসবে মাতেন সকলে। কুম্ভ থেকে গঙ্গাসাগর সহ দেশের বিভিন্ন রাজ্যে তা বিভিন্ন ভাবে পালিত হয়। অন্যান্য উৎসবের মতো মকর সংক্রান্তির কিছু নিয়মনীতি রয়েছে। যা মেনে চলা আবশ্যক৷
[আপনি কি কালীভক্ত? ইছামতীর পাড়ের এই মন্দিরই হোক আপনার গন্তব্য ]
ক্রোধ বর্জন করা: শাস্ত্র মতে, যেহেতু মকর সংক্রান্তির দিন থেকে অনেক শুভ কাজের সূচনা হয়, তাই এই পবিত্র দিনে ক্রোধ বা রাগ বর্জন করা অত্যন্ত জরুরী। হিংসা, লোভ ঝেড়ে ফেলা, কাউকে কটূকথা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ, আপনার কথা বা ব্যবহার কাউকে আঘাত করতে পারে৷ ফলে তার দিনটি খারাপ যেতে পারে৷ আপনারও মনটা খারাপ হয়ে যাবে৷ ফলে শুভ কাজে বাধা পড়তে পারে বা কাজ সফল নাও হতে পারে৷
নিজের পোশাকের বিষয়ে খেয়াল রাখা: এই নির্দেশটি অবশ্যই মহিলাদের মেনে চলা উচিত৷ উত্সব মানেই নতুন, রঙিন ও জমকালো পোশাক৷ কিন্তু ব্যতিক্রম মকর সংক্রান্তি৷ শাস্ত্র মতে, এ দিন সকলকে বিশেষ করে মহিলা পুণ্যার্থীদের অত্যন্ত সাধারণ পোশাক পরা উচিত৷ বাড়তি সাজগোজ নয়, সহজ, সরল ভাবে থাকা বাঞ্ছনীয়৷
[শনিবার বাড়িতে পাপোশের নিচে রাখুন এই বস্তু, আর্থিক সমৃদ্ধি হবেই]
গাছ কাটা উচিত নয়: শাস্ত্রে বৃক্ষকে প্রকৃতির পবিত্র দান বলে গণ্য করা হয়। এখনও বহু স্থানে গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। মকর সংক্রান্তিতে যেহেতু নবান্ন পালন করা হয় এবং নতুন ধান ওঠে, তাই এ দিন গাছ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
মদ-মাংসে না: মকর সংক্রান্তিতে মদ ও মাংস ত্যাগ করার কথা শাস্ত্রে কথিত রয়েছে৷ ধূমপানও এ দিন না করাই শ্রেয়।
ছবি: অরিজিৎ সাহা