BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বিজ্ঞান সচেতনতায় জোর, আকাশ চিনতে মেলার টাকা বাঁচিয়ে টেলিস্কোপ কিনবে বীরভূমের গ্রাম

Published by: Paramita Paul |    Posted: December 26, 2022 8:35 pm|    Updated: December 26, 2022 8:35 pm

Birbhum Village to buy telescope | Sangbad Pratidin

নন্দন দত্ত, সিউড়ি: গ্রামের মেলার উদ্বৃত্ত টাকা দিয়ে আকাশ পর্যবেক্ষণের টেলিস্কোপ কিনতে চাইল মাজিগ্রাম। যা দেখে অভিভূত বিজ্ঞান মনস্করা। শুধু তাই নয়, সিউড়ি ব্লকের এই গ্রাম নিজেদের উদ্যোগে আগামী বছর গণঅনুদানে ফের মেলা করার শপথ নিলেন।

গ্রামের কিছু বিজ্ঞানমনস্ক লোক মিলে নিজেদের উদ্যোগে একটা বিজ্ঞান মেলা করার পরিকল্পনা নিয়েছিল। যার মাধ্যমে গ্রামের লোকের বৈজ্ঞানিক চেতনাকে জাগানো যায়। শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনের মেলা শেষ হয় রবিবার। মেলা শেষে শপথ নিলেন গ্রামবাসীরা। মেলায় ছিলেন অরণি চক্রবর্ত্তীর মতো বিজ্ঞানী। শেখালেন, কী করে ইন্টারনেট ছাড়া স্কুলে-স্কুলে নাম মাত্র দামে পড়ুয়ারা ডেটা ব্যবহার করতে পারবে। ছিলেন বিজ্ঞান পত্রিকার সম্পাদক, অধ্যাপক, চিকিৎসক থেকে বিজ্ঞানকর্মীরা। শুধু ছিল না কোনও রাজনৈতিক রং ও দলাদলি।

ছবি: শান্তনু দাস।

[আরও পড়ুন: গুজরাট উপকূলে আটক পাকিস্তানি নৌকা, উদ্ধার ৩০০ কেজি মাদক-সহ বিপুল বিস্ফোরক]

রবিবার শেষদিনের কবিগানের বিষয় ছিল ‘বিজ্ঞান বনাম অপবিজ্ঞান,অবিজ্ঞান’। শেষ অনুষ্ঠানের আগেই মেলার আয়-ব্যয় জানিয়ে দেওয়া হল। গ্রামবাসীরা অবাক, মাত্র ৭২ হাজার টাকায় তিনদিনের অনুষ্ঠান-সহ প্রদর্শনীর ব্যবস্থা। তার মধ্যে পাঁচ হাজার টাকা উদ্বৃত্ত। গ্রামবাসীরা বললেন, “আরও টাকা লাগলে আমরা তা দিতে রাজি,ওই টাকায় টেলিস্কোপ কেনা হোক।” গ্রামের ভবিষ্যত প্রজন্ম জ্যোর্তিবিজ্ঞানী হোক, চায় তারা।

মাজিগ্রামের বিজ্ঞান মেলায় বিজ্ঞান বনাম অপবিজ্ঞানের কবির লড়াই চলছে। তাই দেখতে দর্শকের ভিড়। প্রতিদিন চিত্র

মেলার যুগ্ম সম্পাদক শুভাশিস গড়াই জানান, একটা ঝুঁকি নিয়ে শুধু বিজ্ঞান নিয়ে একটা গ্রামীণ মেলা করা যায় কি না। কিন্তু সকলের অংশগ্রহণে অভিভূত। শেষ দিনে শপথ নিয়েছেন গ্রামবাসীরা, আগামী পৌষে ফের এভাবেই বিজ্ঞান মেলা করতে হবে। শুভাশিসবাবু আরও জানালেন তার সমাপ্তি ভাষণের আগেই গ্রামবাসীরা দাবি তোলে, গ্রামের পড়ুয়াদের আকাশ চেনানোর জন্য বাড়তি টাকায় টেলিস্কোপ কেনা হোক। মেলার যুগ্ম সম্পাদক উত্তম দাস জানান, বিজ্ঞান নির্ভর গ্রাম চাইছে এলাকার মানুষ এই মেলা তার প্রেরণা। তারা জানান, মাজিগ্রাম, গুনুটিয়া, খামারতোড়ার গ্রামবাসীদের জন্য খুব দ্রুত টেলিস্কোপ কেনা হবে।

[আরও পড়ুন: পড়ুয়াদের ‘অ্যালার্ম ক্লক’ মন্দির-মসজিদ-গুরুদ্বারের ঘোষণা! ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে