Advertisement
Advertisement

Breaking News

China

পৃথিবীর বুকে ৩২ হাজার ফুট গর্ত খুঁড়ছে চিন! জানেন কেন?

খননকাজ খুব সহজ নয়, জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Here is why China is drilling a 32,808 feet deep hole। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 31, 2023 5:04 pm
  • Updated:May 31, 2023 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর বুকে এক বিরাট গর্ত খুঁড়ছে চিন (China)! যাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মিলিয়ে ৩২ হাজার ৮০৮ ফুট তথা ১০ হাজার মিটার ওই গর্তকে ঘিরে কৌতূহল তুঙ্গে। এটাই হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম গর্ত। এই বিষয়ে শীর্ষে রাশিয়া। ৪০ হাজার ২৩০ ফুট গভীর ওই গর্তের পরেই চিনের এই গর্ত।

কিন্তু এত গভীর গর্ত কেন খুঁড়ছে বেজিং? আসলে এর ফলে একদিকে যেমন খনিজ এবং শক্তি সম্পদ সনাক্ত করা যায় এবং ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলি মূল্যায়ন করতে সহায়তা করতে পারে। আর সেই পথেই এই প্রকল্প শুরু করেছে চিন।

Advertisement

[আরও পড়ুন: ‘বিদেশে গেলেই জিন্নার আত্মা ভর করে রাহুলের উপরে’, মোদির সমালোচনার পালটা বিজেপির]

খনিজ তেলে সমৃদ্ধ সিনঝিয়াং প্রদেশেই এই গভীর গর্ত খুঁড়তে চলেছে জিনপিং প্রশাসন। জানা যাচ্ছে, পৃথিবীর ভূগর্ভে খনন চালিয়ে নানা স্তর পেরিয়ে একেবারে প্রায় দেড়শো কোটি বছর আগের ক্রিটেশিয়াস যুগের পাথর পর্যন্ত নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কাজটা যে সহজ নয়, তা মনে করিয়ে দিচ্ছেন চিনের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই কাজ যেন দু’টি সরু স্টিলের কেবলের উপর দিয়ে বড় ট্রাক চালানোর সামিল।

Advertisement

[আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ