Advertisement
Advertisement
Sunita Williams

যান্ত্রিক ত্রুটি মাস্কের মহাকাশযানে, অনির্দিষ্টকালের জন্য ফের পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে প্রত্যাবর্তন!

গত বছর থেকে মহাশূন্যে বন্দি দুই নভোচর।

NASA-SpaceX has Postponed Mission To Bring Back Sunita Williams, Butch Wilmore

ফাইল ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 13, 2025 9:49 am
  • Updated:March 13, 2025 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে বন্দিদশা কাটিয়ে এ সপ্তাহেই ধরিত্রীর মাটিতে পা রাখার কথা ছিল দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। এমনই সুখবর শুনিয়েছিল নাসা। অপেক্ষা ছিল সেই সুদিনের, যেদিন দুই নভোচর প্রায় ৯ মাস পর শ্বাস নেবেন পৃথিবীর হাওয়ায়। কিন্তু ফের আশাভঙ্গ। এলন মাস্কের মহাকাশযানের যান্ত্রিক গোলযোগের কারণে ফের পিছিয়ে গেল দু’জনের পৃথিবীতে ফেরা। গোলযোগ সারিয়ে কবে মহাকাশযানটি সুনীতাদের ফেরাতে মহাকাশে পাড়ি দেবে তা এখনও জানা যায়নি।

গত বছর থেকে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। প্রথমে জানা গিয়েছিল ১৯ মার্চ নয়, নাসা ও স্পেস এক্স সহযোগিতায় সপ্তাহান্তেই দুজনকে নিয়ে পৃথিবীতে পৌঁছতে চলেছে ড্রাগন স্পেসক্র্যাফট।

Advertisement

গতকাল ১২ মার্চ অর্থাৎ বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon 9) রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। এই মহাকাশযানে থাকার কথা ছিল আরও চার নভোচর, নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। পরিকল্পনা করা হয়েছিল যে, ওই চারজনকে গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ক্রু-১০ মিশন’।

কিন্তু এই অভিযান শুরু হওয়ার আগেই বাতিল হয়ে গেল। আজ বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানায়, কেনেডি স্পেস সেন্টার থেকে ওড়ার কথা ছিল ফ্যালকন রকেট ৯-এর। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়েছে। মহাকাশযানটি উড়ান ভরার ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রলিক সিস্টেমে একটি সমস্যা নজরে আসে। বিপদ এড়াতে তড়িঘড়ি মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতা ও বুচকে থেকে ফেরাতে কবে মহাকাশযানটি উড়বে তা জানানো হয়নি বিবৃতিতে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের ফেরার কথা ছিল জুনে। কিন্তু যান্ত্রিক রকেটে ত্রুটির কারণে তাঁদের ফেরা বিলম্বিত হয়। চলতি বছরের মার্চে পৃথিবীর মাটিতে তাঁরা পা রাখতে পারবেন বলে জানায় নাসা। কিন্তু ফের আটকে গেল দুই নভোচরের পৃথিবীতে ফেরা। আরও কতদিন তাঁদের মহাকাশে বন্দিদশা কাটাতে হবে, এর উত্তর অধরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement