Advertisement
Advertisement

জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার কোচ থাকছেন কুম্বলেই

এখন কুম্বলের সম্মতির অপেক্ষা৷

Anil Kumble to stay as team India coach for West Indies series, says CoA chief Vinod Rai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2017 4:01 pm
  • Updated:May 15, 2021 11:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপন সূত্রে খবর আগেই মিলেছিল৷ এবার সেই খবরেই সিলমোহর পড়ল৷ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বিরাট কোহলিদের কোচ থাকছেন অনিল কুম্বলেই৷ সোমবার এ খবর নিশ্চিত করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাই৷ তবে কোচের পদে থাকতে কুম্বলে রাজি হবেন কিনা, সেটাই এখন একমাত্র প্রশ্ন৷

টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ নিয়ে বেশ কিছু দিন ধরে চলছিল জলঘোলা৷ এদিন জল্পনার অবসান ঘটান বিনোদ রাই৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রশাসনিক কমিটির প্রধান জানিয়ে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও দলের কোচ থাকবেন প্রাক্তন ভারতীয় স্পিনারই৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাবেন তিনিই৷ তবে তাঁর বক্তব্য, গোটা বিষয়টিই নির্ভর করছে কুম্বলের সম্মতির উপর৷ তিনি রাজি হলে তবেই এই আলোচনার ইতি ঘটবে৷

Advertisement

[জুতোপেটা করবে ভক্তরাই, পাক ক্রিকেটারকে মোক্ষম জবাব মনোজের]

দিন দুয়েক আগেই সূত্র মারফত জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ কোচ বাছাইয়ের জন্য বোর্ডের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন৷ আর তাই ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর পর্যন্ত কুম্বলেকেই দায়িত্বে রাখার কথা জানিয়েছিলেন৷ কুম্বলের সঙ্গে বোর্ডের যা চুক্তি, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তা শেষ হচ্ছে৷ কিন্তু তাঁর জমানায় দলের পারফরম্যান্স একেবারেই অসন্তোষজনক নয়৷ সেই কারণেই কুম্বলেকে কোচ হিসাবে রাখার পক্ষে সওয়াল করেন সৌরভরা৷ গত বৃহস্পতিবার লন্ডনের এক পাঁচতারা হোটেলে কোচের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন তাঁরা৷ ঘণ্টা দুয়েক কথাবার্তার পরও কুম্বলেকে কোচের পদ থেকে ছেঁটে
ফেলার কোনও কারণ খুঁজে পাননি তাঁরা৷ এমনকী শচীন-সৌরভরা নিজেদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েও দিয়েছেন বলে জানা গিয়েছিল৷

Advertisement

[প্রোটিয়া বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে বিরাটবাহিনী]

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক লড়াইয়ের আগে ক্যাপ্টেন কোহলির সঙ্গে কোচের বিবাদ প্রকাশ্যে চলে এসেছিল৷ যদিও কোচের সঙ্গে মনোমালিন্যের কথা অস্বীকার করেছিলেন ক্যাপ্টেন কোহলি৷ এদিনের ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও কুম্বলের সঙ্গেই মানিয়ে-গুছিয়ে নিতে হবে বিরাটকে৷ আগামী ২০ জুন লন্ডন থেকে সোজা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে দল৷ দেশে ফিরবে ১০ জুলাই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ