Advertisement
Advertisement

Breaking News

Asian Games 2023

এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত

এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের দৌড় অব্যাহত।

Asian Games 2023: Jyothi-Ojas win compound mixed team gold । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 4, 2023 9:25 am
  • Updated:October 4, 2023 9:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধ সকালেই এশিয়ান গেমস থেকে সোনা পেল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের হারিয়ে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে নিলেন।

কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় জুটি। ফাইনালে জ্যোতি ও ওজাস ১৫৯-১৫৮-এ হারান দক্ষিণ কোরিয়ার জুটিকে। মিশ্র ভাবে শুরু হল বুধবারের সকালটা। ৩৫ কিমি হাঁটায় ব্রোঞ্জ জেতে ভারত। আর এই পদক পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডেল-জয়ের সর্বকালীন রেকর্ড ছুঁল ভারত। আর সোনা জিতে তা টপকে গেল।

Advertisement

[আরও পড়ুন: World Cup 2023: আরও একবার বিশ্বকাপ হাতে শচীন, কিংবদন্তিকেই বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর করল আইসিসি]

 

এবারের এশিয়ান গেমস  সবঅর্থেই নজিরবিহীন হয়ে থাকল ভারতের জন্য। এর আগে ২০১৮ সালের এশিয়ান গেমসে ৭০টা পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ডও  ছাপিয়ে গেল ভারতীয় দল। ভারতের পদক সংখ্যা এখন ৭১। পদক সংখ্যা আরও বাড়বে ভারতীয় দলের। বুধবারই একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ফলে পদক জয়ের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। 

Advertisement

 

[আরও পড়ুন: এশিয়ান গেমসে জোড়া সোনা ভারতের, জ্যাভলিনে সেরা অন্নু, দৌড়ে ঐতিহাসিক সোনা পারুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ